Baba Vanga Accurate Predictions: ২০২৫ নিয়ে বাবা ভাঙ্গা ভয়ংকর ভয়াবহ হাড়হিম আর কী বলে গিয়েছেন, যা মিলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা?

Baba Vanga Accurate Predictions: বাবা ভাঙ্গা বলেছিলেন, ২০২৫ সালে প্রাকৃতিক দুর্যোগে কেঁপে উঠবে বিশ্ব! আর সেটাই হল! এর মধ্যেই হল ভয়ংকর ভূমিকম্প, ঘটছে বীভৎস দাবানল, ভাইরাসের ভয়ে ভীত বিশ্ব! আর কী কী ঘটবে?

| Jan 09, 2025, 16:50 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জানা ছিলই, বাবা ভাঙ্গা যা বলেন, তাই ফলে যায়! তাই বলে এতটাও কেউ কল্পনা করেনি, এবার যা ঘটল। নতুন বছর পড়তে-না-পড়তেই বাবা ভাঙ্গার দুই ভয়-ধরানো পূর্বাভাস অব্যর্থ মিলে গিয়েছে। আর কত মিলবে? আসুন, দেখা যাক, কী মিলল, কী রইল।

1/6

হিউম্যান মেটানিউমো ভাইরাস

বাবা ভাঙ্গা বলেছিলেন, ২০২৫ পড়লেই কোনও ভয়ংকর ভাইরাসের প্রকোপে ব্যতিব্যস্ত হবে পৃথিবী। প্রায় তাই হল। ২০২৫ সালের মাত্র ০৯ জানুয়ারি। এর মধ্য়েই হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) ছড়িয়েছে ঘোর আতঙ্ক।

2/6

চিনে ভূমিকম্প, আমেরিকায় দাবানল

শুধু কি ভাইরাস? তিনি বলেছিলেন, ২০২৫ সালে প্রাকৃতিক দুর্যোগে কেঁপে উঠবে বিশ্ব। আর এই ৯ জানুয়ারির মধ্যেই ভয়ংকর ভূমিকম্প (Earthquake) হয়ে গেল চিনে, বীভৎস দাবানলে (Forestfire) এখনও পুড়ছে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া। মারা গেলেন বহু মানুষ। আহতও বহু। বিপুল ক্ষয়ক্ষতি।

3/6

আর কী কী হবে?

এই পর্যন্ত দেখেই কাঁপছে সারা বিশ্ব। ২০২৫ (Baba Vanga Predictions 2025) এবং এর পরবর্তী সালগুলি নিয়ে বাবা ভাঙ্গা আর যা-যা বলে গিয়েছেন, সেসবও যদি সত্যি হয়, তাহলে কী হবে? 

4/6

যুদ্ধ

হবে, কী! হয়ে আছে তো। যুদ্ধের কথা তো বাবা ভাঙ্গা বলেই রেখেছেন। সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে। আরও বড় আকারে ঘটবে প্রাণঘাতী যুদ্ধ? মানুষ বাঁচবে?  

5/6

২০২৫-কথা

নতুন বছরটি নিয়ে বাবা ভাঙ্গা ঠিক কী কী বলেছেন? ২০২৫ সালে ইউরোপে ভয়ংকর যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি হবে, প্রচুর প্রাণহানি ঘটবে। নতুন করে কোনও দুটি দেশের মধ্যেও যুদ্ধ বাধতে পারে। শুধু তাই নয়, সরাসরি ভ্লাদিমির পুতিনের কথাও বলেছেন তিনি। বাবা ভাঙ্গা বলেছেন, বিশ্বে যা-ই হোক, পুতিনের গৌরব অক্ষুণ্ণ থাকবে। কথা না বলেই, কোনও বাক্যব্যয় না করেই একজনের মস্তিষ্ক থেকে অপরজনের মস্তিষ্কে যোগাযোগ করা সম্ভব হবে। 

6/6

এবং প্লাবন!

শুধু এসব নয়। বাবা ভাঙ্গা পরিবেশ নিয়েও ভয়ংকর সব কথা বলে গিয়েছেন। বলেছেন, পৃথিবীর উষ্ণায়নের জেরে গলবে হিমবাহ, গলবে মেরুবরফ। উথলে উঠবে সমুদ্র। ভেসে যাবে বিশ্ব।