সুখবর! করোনাকালেও ২০% পুজো বোনাস পাবেন চা শ্রমিকরা

Sep 19, 2020, 00:02 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিতেও পুজোর আগে চা বাগানের শ্রমিকদের জন্য সুখবর। ২০ শতাংশ বোনাস পাবেন তাঁরা। শুক্রবার কনসালটেটিভ কমিটি ফর প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে শ্রমিক সংগঠনগুলি। সেখানেই হয়েছে এই সিদ্ধান্তে। 

2/5

গতবার শ্রমিকরা পেয়েছিলেন ১৮.৫ শতাংশ বোনাস। এবার তা দেড় শতাংশ বেড়ে হল ২০%। তবে রুগ্ন চাবাগান মালিকদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

3/5

১৪ সেপ্টেম্বর মালিক ও শ্রমিকপক্ষ বৈঠকে বসেছিল। ওই বৈঠকে মালিকরা গতবছরের হারে বোনাস দিতে চান। তবে বেঁকে বসেন শ্রমিকরা। শেষপর্যন্ত ২০ শতাংশ বোনাস দিতে সম্মত হয় মালিকপক্ষ।

4/5

পুজোর অনেক আগে, ৭ অক্টোবরের মধ্যে শ্রমিকরা বোনাসের টাকা পেয়ে যাবেন।     

5/5

উল্লেখ্য, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে চা বাগানের শ্রমিকদের জন্য চালু হয়েছে পুজো বোনাস।