কখনও দা, কখনও কুড়ুল হাতে! সাত সকালে গাছ কাটতে দেখা গেল দিলীপ ঘোষকে
May 25, 2020, 10:21 AM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: হাতে কুড়ুল, পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি। সাত সকালে সল্টলেকের রাস্তায় এভাবেই গাছ কাটতে বেরিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
2/7
পিছনের ক্যামেরা নিয়ে ছুটছেন সাংবাদিকরা। তাতে ভ্রুক্ষেপ নেই তাঁর। দলে কিছু কর্মীদের নিয়ে সরেজমিনে ঘুরে দেখছেন এখনও কোথাও গাছ পড়ে রয়েছে কিনা।
photos
TRENDING NOW
3/7
রাস্তায় একাধিক গাছ পড়ে থাকায় যান চলাচল কিংবা বিদ্যুত সংযোগের অসুবিধা হচ্ছে।
4/7
বেশ কিছু জায়াগায় গাছ পড়ে থাকতে দেখে নিজেই দা চালালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দা-এ না হলে কুড়ুল দিয়ে কোপ দিতে থাকেন।
5/7
উল্লেখ্য, আমফান পরবর্তী পর্যায়ে কার্যত স্তব্ধ হয়ে যায় মহানগর। দু-তিন দিন বিদ্যুত্, পানীয় জল না থাকায় বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।
6/7
এরপরই মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিন দিন পরেও বিদ্যুত্ নেই কেন প্রশ্ন তুলে সোজা সিএসসি-র কার্যালয়ে পৌঁছে যান তিনি। রাস্তায় সেনা নামানো হয়।
7/7
যুদ্ধকালীন তত্পরতায় শহরে প্রধান সড়কগুলিতে গাছ কেটে সরিয়ে দেওয়া হয়। গতকাল পর্যন্ত কলকাতার অধিকাংশ জায়গায় গাছ কাটা হয়ে গেছে বলে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।