EXPLAINED | BCCI: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই চমক! ভারতীয় ক্রিকেটে জোড়া বদল, রবির বৈঠকে বিরাট ঘোষণা

BCCI Special General Meeting: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই চমক! রবিবাসরীয় এসজিএমে জোড়া চমক...

Jan 11, 2025, 15:46 PM IST
1/6

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

 ICC Champions Trophy 2025

১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে ৫০ ওভারের আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। 

2/6

বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা

BCCI Special General Meeting

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই রয়েছে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা ওরফে এসজিএম। আগামী ১২ জানুয়ারি রবিবার হবে সেই বৈঠক। আর এই বৈঠকেই ভারতীয় ক্রিকেট বোর্ডে জোড়া বদল দেখা যাবে। দেবজিৎ সইকিয়া এবং প্রভতেজ সিং ভাটিয়াকে যথাক্রমে বিসিসিআই সচিব এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হবে। আগামিকাল এসজিএমে হবে সেই ঘোষণা। 

3/6

দেবজিৎ সইকিয়া

Devajit Saikia

প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ এখন আইসিসি-র চেয়ারম্যান। এই মুহূর্তে জয়ের জায়গায় অন্তর্বর্তী সচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন দেবজিৎ। তিনিই হতে চলেছেন পরবর্তী বোর্ড সচিব। বিসিসিআইয়ের সংবিধানে অনুযায়ী, বোর্ডের যে কোনোও পদ খালি থাকলে তা ৪৫ দিনের মধ্যে ভরাট করতে হবে এসজিএম ডেকে এবং রবিবাসরীয় সভা ৪৩তম দিনে অনুষ্ঠিত হতে চলেছে। দেবজিৎ একজন প্রাক্তন ক্রিকেটার, নয়ের দশকে চারটি প্রথম শ্রেণির ম্য়াচও খেলেছেন। পেশায় একজন আইনজীবীও। সাইকিয়া ক্রিকেট প্রশাসনে এসেছিলেন হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমের একটি ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে। 

4/6

প্রভতেজ সিং ভাটিয়া

Prabhtej Singh Bhatia

বিসিসিআইয়ের আগের কোষাধ্যক্ষ ছিলেন আশিস শেলার। তবে তাঁকে কোষাধ্যক্ষের পদ ছাড়তে হয়েছে। কারণ তিনি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছেন। প্রভতেজ সিং ভাটিয়া এবার আশিস শেলারের জুতোয় পা গলাচ্ছেন। গত মঙ্গলবারই বোর্ডের নির্বাচনী আধিকারিক এবং ভারতের নির্বাচন কমিশনের প্রাক্তন প্রধান আচল কুমার জ্যোতি প্রতিযোগীদের নাম চূড়ান্ত করেছিলেন। দুই পদেই আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় দেবজিৎ সইকিয়া ও প্রভতেজ সিং ভাটিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হতে চলেছেন।   

5/6

আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহ

Jay Shah As ICC Chairman

কথা মতোই গত ১ ডিসেম্বর থেকে জয় শুরু করেছেন তাঁর নতুন ইনিংস। গ্রেগ বার্কলের জুতোয় পা গলিয়ে আইসিসি চেয়ারম্যান হিসেবে জয়ের আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারে এখন প্রাক্তন বিসিসিআই সচিব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান পদে এসেছেন। মাত্র ৩৬ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার দায়িত্ব নিয়ে ইতিহাস লিখেছেন তিনি। এর আগে এত কম বয়সে আর কেউ আইসিসির মগডালে বসতে পারেননি। দায়িত্ব নিয়েই জয় জানিয়েছেন যে, তাঁর পাখির চোখ ২০২৮ অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির দিকেই  

6/6

বিসিসিআই সচিব হিসাবে জয় শাহ

Jay Shah As BCCI Secretary

২০০৯ সালে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাত ধরে জয়ের ক্রিকেট প্রশাসক হিসেবে যাত্রা শুরু হয়।  তিনি আহমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়নের নেপথ্য়ে বড় অবদান রেখেছিলেন। ২০১৯ সালে জয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে এত কম বয়সে আর কেউ বিসিসিআই সচিব হননি। দেখতে দেখতে জয়ের এখন ১৫ বছরের ক্রীড়া প্রশাসনের অভিজ্ঞতা হয়ে গেল। ভুললে চলবে না তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছেন। আইসিসি-তে জয় কিন্তু এই প্রথম নয়, অতীতে তাঁকে আইসিসি-র অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির চেয়ারে পাওয়া গিয়েছিল। জয় শাহকে এসজিএমে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। তাঁকে সংবর্ধনা জানানো হবে এদিন।