আমফানে দৈত্যাকার লোহার চাঁই এসে পড়েছে বাড়ির ছাদে, প্রাণভয়ে দিন কাটছে গৃহস্থের
May 24, 2020, 22:15 PM IST
1/5
আমফানে তছতছ হয়েছে শহর থেকে জেলা। পরিস্থিতি সামল দিতে ইতিমধ্যেই কাজে হাত লাগিয়েছে সেনা, NDRF থেকে শুরু করে পুলিস।
2/5
ক্ষতির হিসাব যে কত, তা বলার অপেক্ষা রাখে না। কাঁচা বাড়ি তো বটেই, ক্ষতির হয়েছে বহু পাকা বাড়িরও। ঝড়ের চারদিন পরও এখনও বহু জায়গায় জল নেই, নেই বিদ্যুৎ সংযোগ।
photos
TRENDING NOW
3/5
এমনই এক ঘটনা ঘটেছে সন্তোষপুরের সুকান্ত সেতু হকার মার্কেটে। পরিবারের কর্তা অরূপ চৌধুরী জানাচ্ছেন ঝড়ের দিন ৫০০ মিটার দূর থেকে প্রায় দু-আড়াই হাজার স্কোয়ার ফিটের লোহার স্ট্রাকটার এমং সেড এসে বাড়িতে পড়ে। বিপজ্জনক অবস্থায় যা এখনও সেখানেই পড়ে রয়েছে।
4/5
অরূপ চৌধুরি বলছেন,পুলিস কাউন্সিলর থেকে দমকল সর্বত্র জানিয়েও কোনও সুরাহা হয়নি। বেশ কয়েকজন এসে দেখে গেলেও লোহার সেডটি ওভাবেই পড়ে রয়েছে। অভিযোগ একাধিকবার একাধিক মহলে ফোন করে সাহায্য চাইলেও মেলেনি।
5/5
দীর্ঘসময়ে অত বড়ো লোহার বস্তুটি পড়ে ওভাবে পড়ে থাকার কারণে বাড়ির বহু অংশে বেশ ক্ষতি হয়েছে। বারান্দাতেও ফাটল ধরতে পারে বলে অনুমান করছেন অরূপ বাবু। কার্যত প্রাণের ভয়েই দিন কাটছে তাঁদের। তবে এরপর কী করণীয় ভেবে কূল পাচ্ছেন না বাড়ির লোকজন।