Mamata Banerjee: রাজ্যে এই প্রথম, আগামিকাল মমতার কথা ও সুরে গানের অনুষ্ঠান, গাইবেন নামী শিল্পীরা

Jan 11, 2025, 21:34 PM IST
1/5

মমতার গান

মমতার গান

দুর্গাপুজোর বিভিন্ন বিষয়কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে তৈরি হয়েছে অসংখ্য গান। অনেক নামি দামী শিল্পীরা গেয়েছেন সেইসব গান।

2/5

মমতার লেখা গানের অনুষ্ঠান

মমতার লেখা গানের অনুষ্ঠান

এবার শহরে মমতার কথা ও সুরে সেই গান নিয়ে হচ্ছে অভিনব সঙ্গীত অনুষ্ঠান।

3/5

অনুষ্ঠান ১২ জানুয়ারি

অনুষ্ঠান ১২ জানুয়ারি

বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের উদ্যোগে আগামিকাল অর্থাত্ ১২ জানুয়ারি ওই সঙ্গীতানুষ্ঠান হতে চলেছে।

4/5

কসবায় অনুষ্ঠান

 কসবায় অনুষ্ঠান

কসবা রাজডাঙ্গা খেলার মাঠে ওই অনুষ্ঠান হবে সন্ধে ছটায়।

5/5

কারা গাইবেন

কারা গাইবেন

কারা গাইবেন ওই অনুষ্ঠানে?  তালিকায় রয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, অরিত্র দাসগুপ্ত, তৃষা পারুই, চন্দ্রিকা ভট্টাচার্য, ঐতিহ্য রায়, ইন্দ্রনীল সেন।