Team India, ZIM vs IND : কেএল রাহুলের নেতৃত্বে শিখর ধাওয়ান, ভিভিএস লক্ষ্মণের সঙ্গে উড়ে গেল ভারতীয় দল
Team India, ZIM vs IND : গত ৩০ জুলাই এই সফরের দল ঘোষণার সময় এই জিম্বাবোয়ে সফরের নেতা ছিলেন শিখর ধাওয়ান। এই সফরে রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। তাঁর পরিবর্তে হেড কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরের পর এ বার লক্ষ্য জিম্বাবোয়ে (Zimbabwe) সিরিজ জয়। সেই টার্গেট নিয়ে শনিবার আফ্রিকার এই দেশে উড়ে গেল টিম ইন্ডিয়া (Team India)। কেএল রাহুল (KL Rahul) ফিট হওয়ার পর তাঁর হাতেই ব্যাটন তুলে দেওয়া হয়েছে। যদিও গত ৩০ জুলাই এই সফরের দল ঘোষণার সময় এই জিম্বাবোয়ে সফরের নেতা ছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এই সফরে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) বিশ্রাম দিয়েছে বিসিসিআই (BCCI)। তাঁর পরিবর্তে হেড কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। আগামি ১৮ অগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। চলবে ২২ অগস্ট পর্যন্ত। সব ম্যাচ হারারে ক্রিকেট স্টেডিয়ামে খেলা আয়োজিত হবে।