শেরওয়ানি, তিলক-ভারতীয় রীতি মেনে বিনির সঙ্গে বাগদান অজি ম্যাক্সওয়েলের

Mar 17, 2020, 13:11 PM IST
1/5

অবশেষে ভারতীয় বংশোদ্ভুত বিনি রমনের সঙ্গে সরকারিভাবে এনগেজমেন্ট সেরে ফেললেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

2/5

গত মাসেই বিনির সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ম্যাক্সওয়েল।

3/5

এনগেজমেন্টের দিন একেবারে ভারতীয় রীতি মেনে শেরওয়ানি পরেছিলেন গ্লেন।

4/5

অন্যদিকে বিনি কালো লেহেঙ্গা পরেছিলেন। দুজনকেই বেশ মানিয়েছে।

5/5

বাগদান পর্ব শেষে এবার হবু স্ত্রীর সঙ্গে পরিচয় করালেন ম্যাক্সওয়েল।