'৫০০-র বদলে ১০০'! করোনা আতঙ্কে খাঁ খাঁ করছে সল্টলেক সেক্টর ফাইভ

Mar 17, 2020, 13:50 PM IST
1/6

শ্রাবন্তী সাহা : করোনা আতঙ্কে খাঁ খাঁ করছে কলকাতার তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভ। সল্টলেকে যেন বনধের শূন্যতা।   

2/6

করোনার ছড়িয়ে পড়ার আশঙ্কায় কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম নিয়ম চালু করেছে বেশিরভাগ অফিস। ফলে বহু অফিস ফাঁকা। 

3/6

যাঁরা আসছেন, তাঁদের সংখ্যাটাও এক ধাক্কায় অনেক নেমে গিয়েছে। অলিগলির দোকান গুলিতে বড়জোর এক-দুজন করে আসছেন। 

4/6

চা বিক্রেতারা জানাচ্ছেন, সকালে অন্তত ৫০০ ক্রেতা আসতেন, সেটাই এখন ১০০-তে নেমে গিয়েছে। খাবারের দোকানগুলিতেও একই অবস্থা।   

5/6

যাঁরা এরমধ্যেও অফিস করছেন, তাঁরা ভয় পাচ্ছেন যে আসার পথে বাস বা ট্রেনে সংক্রামিত হয়ে যাওয়া।   

6/6

অফিস যাত্রীদের সংখ্যা কম থাকায়, বাসও ফাঁকা। ফলে চাহিদা নেই আপ ক্যাবেরও। ট্রিপের জন্য রাস্তার ধারেই তাই দীর্ঘ অপেক্ষা করতে দেখা যাচ্ছে অ্যাপ ক্যাবগুলিকে।