Ankush: কিং খানের ‘দুই বন্ধু’ বানাচ্ছেন বাংলা ছবি, নায়ক অঙ্কুশ

Sep 09, 2022, 18:44 PM IST
1/6

অঙ্কুশের 'মির্জা'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ম্যায় হু না’ ছবির সেই যমজ দুই ভাইরে মনে পড়ে! শাহরুখের সঙ্গে বেশ কয়েকটি সিনে দেখা গিয়েছিল তাঁদের, এবার তাঁরা পরিচালকের আসনে।    

2/6

অঙ্কুশের 'মির্জা'

বাংলা ছবি তৈরি করছেন সুমিত সাহিল, তাঁদের ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ হাজরা। ছবির নাম মির্জা।  

3/6

অঙ্কুশের 'মির্জা'

সম্প্রতি ছবির টিজার লঞ্চে একেবারে মির্জার লুকে ধরা দিলেন অঙ্কুশ। এই রাফ অ্যান্ড টাফ লুকে আগে দেখা যায়নি অঙ্কুশকে।  

4/6

অঙ্কুশের 'মির্জা'

নেক্সজেন ভেঞ্চার ও অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের ব্যানারে আগামী বছর ঈদে  মুক্তি পাবে এই ছবি। ছবির স্ক্রিপ্ট লিখেছেন অর্নব ভৌমিক। ছবির টিজারটি শ্যুট করা হয়েছে কলকাতাতেই।  

5/6

অঙ্কুশের 'মির্জা'

মান না সম্মান কোনটা আয় করা বেশি প্রয়োজনীয়, প্রশ্ন তুলবে অঙ্কুশের 'মির্জা'।  

6/6

অঙ্কুশের 'মির্জা'

ছবির প্রথম টিজার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অঙ্কুশ। সেখানেই প্রথম প্রকাশ্যে এল ছবিতে তাঁর লুক। ক্যাপশনে লেখেন, 'মির্জার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলাম, ২০২৩ সালের  সব নিয়ম ভাঙতে দেখবেন ওঁকে।'