বিশ্বকাপ ২০১৮: যৌনতায় লাল কার্ড দেখাল যে যে দল

Jun 26, 2018, 14:47 PM IST
1/8

বিশ্বকাপ চলাকালীন কোনও রকম যৌনতা নয়, এমনই ফতোয়া রয়েছে প্রথম সারির কিছু দলের উপর।

2/8

কোন কোন দলের উপর রয়েছে সেক্স ব্যান? কাদেরই বা রয়েছে ছাড়? জেনে নিন-

3/8

পানামা: রাশিয়া বিশ্বকাপে পানামার ফুটবলারদের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের ফুটবল ম্যানেজমেন্ট। বিশ্বকাপ চলাকলীন কোনও ভাবেই নারী সঙ্গ করতে পারবেন না পানামার ফুটবলাররা।

4/8

জার্মানি: বিশ্বচ্যাম্পিয়নদের উপর ‘সেক্স ব্যান’ সাঁটিয়ে দিয়েছেন কোচ জোয়াকিম লো। রাশিয়ায় ওজিল, ম্যানুয়েল নয়্যার, মুলারদের রাশ নিজের হাতেই রাখতে চেয়েছেন ‘যোগী’। মনসংযোগ করতে যৌনতা থেকে দূরে থাকার নির্দেশ রয়েছে জার্মান ফুটবলারদের ওপর।

5/8

দক্ষিণ কোরিয়া: রাশিয়া বিশ্বকার চলাকালীন বান্ধবী বা স্ত্রীর সঙ্গে কোনও রকম সহবাস করতে পারবেন না ফুটবলাররা, এনমই নির্দেশ রয়েছে দক্ষিণ কোরিয়ার সকার খেলোয়াড়দের উপর।

6/8

ইংল্যান্ড: এবারের বিশ্বকাপে তাক লাগানো পারফরম্যান্স করা ইংল্যান্ড দলের উপরে ‘সেক্স ব্যান’ আছে কিনা, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়। তবে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে তাঁদের যৌনতায় ছিল ছাড়। টিম হোটেলের ৩০ মিনিট দূরেই উঠেছিলেন রুনি, ল্যামপার্ডদের অর্ধাঙ্গিনীরা।

7/8

আইসল্যান্ড: মেসিদের আটকে দেওয়া আইসল্যান্ড হাটছে ঠিক উল্টো পথে। যৌনতাই নাকি তাঁদের সাফল্যের অন্যতম চাবিকাঠি।

8/8

নাইজেরিয়া: কোচের স্পষ্ট বারণ রয়েছে। বিশ্বকাপ চলাকালীন রাশিয়ান মহিলাদের সঙ্গে যৌনতায় নিষেধাজ্ঞা রয়েছে মুসাদের।