RG Kar Incident Verdict: আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার পরই বিস্ফোরক সঞ্জয়! 'আইপিএস অফিসার', 'রুদ্রাক্ষ'...এসব কী বলছে সে?
RG Kar Incident Verdict: আগেও সঞ্জয় নানা কথা বলেছে। সে বলেছে, আরজি কর সেমিনার রুমে ঢুকেই সেদিন সে উল্টো দিকে দৌড় মেরেছিল! কখনও সে সেদিন যা যা করেছিল, ভয়ংকর সেই ঘটনার অনুপুঙ্খ বর্ণনা দিয়েছিল গোয়েন্দাদের কাছে। আজও সে নানা কথা বলল! তা হলে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে রায়দান হল আরজি কর কাণ্ডে। পাঁচ মাসের বেশি বা ১৬২ দিনের মাথায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হল। আরজি কর কাণ্ডের তদন্তকারী থেকে মনস্তত্ত্ববিদ-- সকলে একটি বিষয়ে নিশ্চিত হয়েছিলেন যে, ধৃত সঞ্জয় বিকৃত যৌনতায় আক্রান্ত। চিকিৎসাবিজ্ঞান থেকে অপরাধবিজ্ঞানের পরিভাষায় যাকে বলে, 'সেক্সুয়ালি পারভারটেড'। সিবিআইও জানিয়েছিল, সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের গোটা পর্বেই সে ছিল আবেগশূন্য, অনুশোচনার বিন্দুমাত্রও তার মধ্যে দেখা যায়নি। শুধু তাই নয়, ঘৃণ্য এই অপরাধের বর্ণনা সে নিজেই দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সময়ে সঞ্জয় দাবি করেছে, তার কথা শোনা হচ্ছে না, তাকে ফাঁসানো হচ্ছে! আর এরই মধ্যে আজ, শনিবার ছিল তার রায়দান। সেখানেও সে বলল নানা কথা।