Ram Lalla ‘Surya Tilak’ on Ram Navami: রামনবমীতে রামলালার কপালে জ্যোতি! আশ্চর্য অলৌকিক 'সূর্যতিলক'...
Ram Lalla ‘Surya Tilak’ on Ram Navami in Ayodhya: নবরাত্রির শেষ দিন রামনবমী। অযোধ্যার রামমন্দিরে কী ভাবে পালিত হয় দিনটি, সেটা দেখার জন্য দেশ আগ্রহে অপেক্ষমাণ ছিল। রামনবমীর আগেই সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। সেই রামমন্দিরে আজ ঘটল এক অলৌকিক ঘটনা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নবরাত্রির শেষ দিন রামনবমী। অযোধ্যার রামমন্দিরে কী ভাবে পালিত হয় দিনটি, সেটা দেখার জন্য দেশ আগ্রহে অপেক্ষমাণ ছিল। সেই আগ্রহের অবশেষে নিবৃত্তি। রামনবমীর আগেই সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত রামমন্দিরকে যেন চেনাই যায় না। সেই রামমন্দিরে আজ ঘটল এক অলৌকিক ঘটনা। রামলালার কপালে পড়ল সূর্যতিলক।
1/7
৫০০ বছর পরে
2/7
রামলালার সূর্য-অভিষেক
কী এই সূর্য অভিষেক? রামলালার সূর্যাভিষেক ও সূর্যতিলকে আজ রামলালার কপালে বসনো হল সূর্যতিলক। রামলালার কপালের ঠিক যেখানে সরাসরি সূর্যকিরণ পড়বে এবং সেই কিরণ ঠিকরে গোটা রামমন্দির আলোকিত হবে। আজ, বুধবার দুপুর ১২টা ১৬ মিনিটে শ্রীরামের কপালে পড়েছে এই সূর্যতিলক। সূর্য অভিষেকের জন্য বিশেষ আয়নাও স্থাপন করা হয়েছে মন্দিরে।
photos
TRENDING NOW
3/7
লক্ষ ভক্তসমাগম
4/7
মঙ্গলারতির পরে
5/7
রামলালা-দর্শন
7/7
লাড্ডুপ্রসাদ বিতরণ
photos