Guillain–Barre Syndrome: ভয় ধরাচ্ছে গিয়ান বার সিনড্রোম! কোন ইঞ্জেকশনে সারে এই বিরল স্নায়ুরোগ? দাম কত...

Guillain–Barre Syndrome injection: বিরল এই স্নায়ুরোগের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে হাত-পা দুর্বল হয়ে অসাড় হয়ে যাওয়া। ডায়রিয়া, পেটে ব্যথা। শ্বাসকষ্ট।  

Jan 27, 2025, 17:59 PM IST
1/6

গিয়ান বার সিনড্রোমের চিকিৎসা

Guillain–Barre Syndrome Treatment

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোখ রাঙাচ্ছে গিয়ান বার সিনড্রোম। মহারাষ্ট্রের পুনেতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি হাঁকিয়েছে। মৃত্যুও হয়েছে একজনের। এখন জিবিএস-এর চিকিৎসায় যে ইঞ্জেকশন ব্যবহাত হয়, তার দাম নির্ভর করছে বিভিন্ন ফ্যাকটরের উপর। কী ধরনের ইঞ্জেকশন, ডোজ কত ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর।   

2/6

ইনট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন

Intravenous immunoglobulin (IVIg)

গিয়ান বার সিনড্রোমের চিকিৎসায় ব্যবহৃত হয় ইনট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন বা IVIg। এটা বেশ খরচসাপেক্ষ। এর ১ গ্রামের দাম ৮০০০ টাকা থেকে ৩০০০০ টাকা। চিকিৎসায় মোট খরচ হতে পারে ৪ লাখ টাকারও কিছু বেশি। 

3/6

প্লাজমা এক্সচেঞ্জ

Plasma exchange

এই চিকিৎসা পদ্ধতিতে রোগীর প্লাজমা বদলে দেওয়া হয়ে থাকে। এটিও বেশ খরচসাপেক্ষ। খরচ পড়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকার মতো।   

4/6

গিয়ান বার সিনড্রোমের ইঞ্জেকশনে কালোবাজারি

GBS Treatment

এখন গিয়ান বার সিনড্রোম প্রকোপের বাড়-বাড়ন্ত দেখা দিতেই বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে ৮০০০ টাকার ইঞ্জেকশন ২০,০০০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে।   

5/6

কলকাতাতেও গিয়ান বার সিনড্রোম

GBS in Kolkata

প্রসঙ্গত, এবার আর শুধু পুনে নয়, কলকাতাতেও খোঁজ মিলেছে গিয়ান বার সিনড্রোম আক্রান্তের। কলকাতা শহরে গুলেন বেরি আক্রান্ত ৩ জন। ৩ জন-ই শিশু। পার্ক সার্কাসের একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ শিশু। 

6/6

কলকাতায় ৩, পুনেতে ১০১

GBS in Kolkata

একজনের বয়স ৮, আরেকজনের ৯ বছর। ২ সপ্তাহ ধরে ভেন্টিলেশনে রয়েছে তারা। ওদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালেও ২ মাস ধরে ভর্তি গিয়ান বার সিন্ড্রোমে আক্রান্ত আরও এক শিশু। বয়স ৮ বছর।