Nicolas Aujula Prediction: কোভিড মহামারি মিলিয়ে এবার ২০২৫-এই সব শেষের ভবিষ্যদ্বাণী! বাবা ভাঙ্গা-নস্ট্রাডামাসের পর কে এই নিকোলাস?

Nicolas Aujula Prediction: কে এই নিকোলাস? যার একের পর এক ভবিষ্যদ্বাণী মিলে গেল। শোরগোল পড়ল চারিদিকে বাবা ভাঙ্গা-নস্ট্রাডামাসের পর তাহলে কী?  

Jan 27, 2025, 16:50 PM IST
1/6

রোগের বাড়বাড়ন্ত

২০১৮ সালে তিনি জানিয়েছিলেন যে ২০১৯-এ ইনফ্লুয়েঞ্জার মতো রোগের বাড়বাড়ন্ত হবে। চারিদিকে দেখা দেবে মহামারি।

2/6

কোভিড মহামারি

আর ঠিক সেই বছরই কোভিড মহামারিতে সারা বিশ্বে বহু মানুষ মারা যান। 

3/6

প্রেসিডেন্ট নির্বাচন

পাশাপাশি ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হার, নট্রে দাম চার্চে আগুনের মতো ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন নিকোলাস। 

4/6

বড়সড় ভবিষ্যদ্বাণী

চলতি সালে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন এবার নিকোলাস। কী সেই গুলি?

5/6

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েই শুধু নয়, নিকোলাস অজুলার মতে ২০২৫ সালে মানুষের মধ্যে সহানুভূতি থাকবে না। ধর্ম ও জাতীয়তাবাদের নামে মানুষ একে অপরকে ঘৃণা করবে। জলবায়ু পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন।

6/6

ভবিষ্যদ্বাণী

এখনও পর্যন্ত বেশ কয়েকটি তাঁর করা ভবিষ্যদ্বাণী মিলেও গিয়েছে। যেমন, ডোনাল্ড ট্রাম্পের জয়, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ইত্যাদি। তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হবে? কেবল সময়ের অপেক্ষা।