Red Spot in Skin: আচমকাই ত্বকে দেখা দিচ্ছে বিশ্রী লাল দাগ, জেনে নিন কিসের ঘাটটিতে হয় এসব...

Red Spot in Skin: স্কিনে লাল দাগ হয়ে যাওয়ার প্রধান কিছু কারণ হল অ্যালার্জি ,ইনফেকশনস, একজিমা বা সরিয়াসিস। এই ধরনের ত্বকের সমস্যা থাকলে যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা নিন।

Jan 27, 2025, 18:58 PM IST
1/6

সরিয়াসিস

সোরিয়াসিস হল দীর্ঘমেয়াদী চর্মরোগ। এটি দেখতে আঁশযুক্ত ছোপের মতো হয়। এটি উঠে যাওয়ার পর লালচে আভা বা সামান্য রক্তক্ষরন হওয়ার সম্ভাবনা থাকে।

2/6

একজিমা

এটি একপ্রকার এটোপিক ডারমাটাইটিস চুলকানি। এটি সাধারনত জন্মগত রোগ। এরফলে আপনার ত্বকে লাল ফোসকার মতো দাগ দেখা যায়।

3/6

স্পাইডার অ্যাঞ্জিওমাস

এটি দেখতে অনেকটা স্পাইডারের মতো, তাই এটা স্পাইডার নেভাস বা মাকড়শার শিরা নামেও পরিচিত। এটি মূলত গর্ভাবস্থা বা হরমোন চেঞ্জের কারনে দেখা যায়।

4/6

ডার্মাটাইটিস

ডার্মাটাইটিসের অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে শুষ্ক ত্বক,  স্ট্রেস, এবং ইমিউন সিস্টেমের সমস্যার ফলে ত্বকে এই রোগ দেখা যায়।  

5/6

অ্যাকনে

অয়েলি স্কিন, বা হরমোন চেঞ্জের ফলে এটি হওয়ার প্রধান কারন। এটি দেখতে ব্রণের মতো কিন্তু দেখতে খুব ছোট হয়। সাধারনত এটি মুখে, পিঠে, বুকে দেখা যায়।

6/6

অ্যালার্জি

এটি হওয়ার মূল কারণ কিছু স্পেসিফিক খাবার বা কীট-পতঙ্গের কামড়ের ফলে ত্বকে লাল দাগ দেখা যায়। এরফলে আমাদের ত্বকে জ্বালাভাব, চুলকানি, ফোলাভাব সহ অ্যালার্জির নানা ধরনের লক্ষন দেখা যায়।