Priyanka-Nick: নিক-প্রিয়াঙ্কার একরত্তির দুয়ে পা, রইল রাজকীয় সেলিব্রেশনের কিছু মুহূর্ত

লস এঞ্জেলসে গিয়ে মেয়ের জন্মদিন পালন করলেন নিক-প্রিয়াঙ্কা। বার্থডে সেলিব্রেশনের একগুচ্ছ ছবি শেয়ার করেন গায়ক নিক জোনাস।  

Jan 17, 2024, 16:38 PM IST
1/6

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ সালে ১৫ জানুয়ারি জন্ম হয় নিক-প্রিয়াঙ্কার মেয়ে। লস অ্যাঞ্জেলসে গিয়ে মেয়ের জন্মদিন পালন করলেন এই তারকা দম্পতি। বার্থডে সেলিব্রেশনের একগুচ্ছ ছবি শেয়ার করেন গায়ক নিক জোনাস।

2/6

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

জন্মদিনের থিমটি লাল, গোলাপি এবং কমলা রঙে সাজানো ছিল। কেক থেকে শুরু করে পার্টির সজ্জা সবকিছুই নজর কেড়েছে ফ্যানেদের। ছোট্ট বার্থডে গার্লের পরনে ছিল গোলাপি রঙের প্রিন্টেড কার্ডিগান এবং লাল প্যান্ট। এবং চোখে ছিল হার্ট আকৃতির চশমা।

3/6

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

তারকা দম্পতি নিক-প্রিয়াঙ্কা দেখা গিয়েছিল উজ্জ্বল রঙের হুডিতে। ২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। তাঁদের বয়সের পার্থক্য নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, তার প্রভাব তাঁদের সম্পর্কে কোনওদিনই বাধার সৃষ্টি করেনি।

4/6

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

জন্মদিনের দিন লস অ্যাঞ্জেলসের এক প্রাইভেট বিচে মেয়ের জন্মদিন পালন করেন তারকা জুটি। সেলিব্রেশনের এক টুকরো ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

5/6

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

নিক-প্রিয়াঙ্কার মেয়ে মালতি ম্যারি চোপড়া জোনাস। এই নামের মধ্যে জুড়ে রয়েছেন প্রিয়াঙ্কা ও নিকের মায়ের নাম। মালতি একটি সংস্কৃত শব্দ এবং ম্যারি লাতিন শব্দ। মালতি শব্দের অর্থ হল ছোট সুগন্ধি ফুল বা চাঁদনি রাত। ম্যারি শব্দের অর্থ সমুদ্রের উপর তারা। 

6/6

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

নিক-প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন সেলিব্রেশন

সারোগেসি পদ্ধতির মাধ্যমে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী মায়ের নাম মধু মালতি চোপড়া এবং নিকের মায়ের নাম ডেনিস ম্যারি জোনাস। দুই মায়ের মাঝের নাম থেকেই মেয়ের নামকরণ করেছে এই তারকা জুটি।