Delhi Pollution: ঘন কালো কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী! স্কুল বন্ধের সিদ্ধান্ত সরকারের...

Smog in Delhi: পরপর তিন দিন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার ফলে কড়া সিদ্ধান্ত নিল সরকার। জানা গিয়েছে, দিল্লির এই গুরুতর অবস্থায় সমস্ত প্রাথমিক স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Nov 15, 2024, 11:32 AM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। দূষণের জেরে নাজেহাল রাজধানী। শীত পড়ার আগেই রাজধানীর একিউআই অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স ছুঁয়েছে ৪৯৮।  

2/6

দিল্লি হল বিশ্বের দ্বিতীয় দূষিত শহর, প্রথম পাকিস্তানের লাহোর একিউআই ৭৭০।

3/6

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীর অ্যাপ অনুসারে আজ সকালে দিল্লির শীর্ষ পাঁচটি দূষিত এলাকা হল জাহাঙ্গীরপুরি (AQI ৪৫৮), বাওয়ানা (৪৫৫), ওয়াজিরপুর (৪৫৫), রোহিনী (৪৫২), এবং পঞ্জাবি বাগ (৪৪৩)৷

4/6

পরপর তিন দিন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার ফলে কড়া সিদ্ধান্ত নিল সরকার। জানা গিয়েছে, দিল্লির এই গুরুতর অবস্থায় সমস্ত প্রাথমিক স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

5/6

মুখ্যমন্ত্রী অতিশি এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক স্কুলের শিশুদের জন্য অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণা করেছেন।  

6/6

দিল্লির পরিস্থিতি এতটাই মারাত্মক যে, গোটা শহর কালো ধোঁয়াশায় ঢেকে গিয়েছে।  দূষণের জেরে ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবাও। বাতাসের গুণমান সূচকও কমছে হু হু করে।