প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলা উচিত ধোনির সঙ্গে, পরামর্শ পাকিস্তানি আখতারের

Aug 19, 2020, 11:37 AM IST
1/5

সবাইকে চমকে দিয়ে স্বাধীনতা দিবসে অবসর ঘোষণা করেছেন এম এস ধোনি। তার পর থেকেই ভারতীয় ক্রিকেট সার্কিটে আলোচনা চলছে ধোনিকে নিয়ে। গত কয়েকদিন ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ ধোনি নিজেই সব জল্পনার অবসান করে দিলেন। তবে এরই মধ্যে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রীর একবার ধোনির সঙ্গে কথা বলা উচিত।

2/5

ধোনির ম্যানেজার জানিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপ খেলে অবসর নেওয়ার পরিকল্পনা ছিল মাহির। তবে করোনার জন্য টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় ধোনি অবসর ঘোষণা করেছেন। শোয়েব আখতার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একবার অন্তত ধোনিকে অবসর ভেঙে ফিরে আসতে বলা উচিত।

3/5

আখতার বলছিলেন, ''আমার মনে হয় ধোনির টি-২০ ক্রিকেট খেলা উচিত ছিল। ও তো ফিট। তা হলে টি-২০ বিশ্বকাপ খেলবে না কেন! আর ভারতের ক্রীড়াভক্তরা তারকাদের কদর দেয়। ধোনি খেললে সবাই খুশি হত। তবে সিদ্ধান্ত একেবারে ধোনির। আমরা জোর করতে পারি না ওকে।''

4/5

আখতার আরও বলেন, ''ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একবার ধোনির সঙ্গে কথা বলা উচিত। একবার ওকে ২০২১ বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য বলতে পারেন মোদীজি। যদিও ধোনির আর নতুন করে কিছু অর্জন করার নেই। রাঁচি থেকে উঠে আসা একজন ক্রিকেটার হিসাবে ও অনেক কিছুই দিয়েছে দেশকে। বিশ্ব ক্রিকেটে ধোনি মানে আলাদা একটা আবেগ, ভালবাসা।''

5/5

আখতার পাকিস্তানের উদাহরণ টানলেন। বললেন, ''জিয়াউল হক ১৯৮৭ সালে ইমরান খানকে ডেকে ক্রিকেট না ছাড়ার অনুরোধ করেছিলেন। ইমরান খান তাঁর অনুরোধ রাখেন। কে বলতে পারে, ধোনিকেও এবার নরেন্দ্র মোদী ডেকে ২০২১ বিশ্বকাপ খেলতে বলবেন না! প্রধানমন্ত্রী অনুরোধ করলে ধোনি কিন্তু ফেলতে পারবে না।''