ছবি: 'বন্ধু উঠে পড়', সাহায্যের হাত বাড়াল ওরাংওটাং, ভরসা করতে পারল না মানুষ
Feb 07, 2020, 20:57 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: সাপ খুঁজতে বেরিয়েছিলেন। সেই চক্করে জঙ্গলের পাশে নদীতে পড়ে গিয়েছিলেন। এমন বিপদের সময় বন্ধু হয়ে হাত বাড়িয়ে দিল এক ওরাংওটাং। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ছড়িয়ে পড়তেই বিস্মিত নেটিজেনরা। মানবতা যখন হারিয়ে যাচ্ছে, তখন ওই ওরাংওটাং যেন বলতে চাইল, 'বন্ধু, উঠে পড়ো।'
2/5
বোর্নিও দ্বীপের সংরক্ষিত বনাঞ্চলে ছবিটি তুলেছেন ব্রিটিশ দৈনিকের চিত্রসাংবাদিক অনিল প্রভাকর। বন্ধুদের সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন। তখন দৃশ্যটি দেখে লেন্সবন্দি করেন প্রভাকর।
photos
TRENDING NOW
3/5
বোর্নিও ওরাংওটাং সারভাইভাল ফাউন্ডেশনের সদস্য ওই ব্যক্তি। তারা লুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণের কাজ করে। ফেসবুকে পেজে ওই সংস্থাই শেয়ার করেছে ছবিটি।
4/5
ওরাংওটাংরা যাতে নিরাপদে থাকেন, সেজন্য ওই ব্যক্তি সাপ ধরে বেড়ান। তেমনই সাপ ধরতে গিয়ে জঙ্গলের একটি নদীতে পড়ে যায়। তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওরাংওটাংটি।
5/5
প্রভাকর জানিয়েছেন, ওরাংওটাঙের হাত ধরেননি ওই ব্যক্তি। বন্যপ্রাণী উপরে ভরসা করতে পারেননি তিনি।