Taiwan Earthquake: শীতের গভীর রাতে নড়ে উঠল পায়ের তলার মাটি! তীব্র ভূকম্পে কাঁপল দেশ? ফের কি জাগল আগুনের বলয়...

Taiwan Earthquake: ২০২৫ সালের প্রায় প্রতিদিনই যেন বাবা ভাঙ্গা আর নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণী সত্যি হচ্ছে। একটা করে দিন পেরলেই ঘটছে কিছু না কিছু প্রাকৃতিক বিপর্যয়। এবার কোথায়?

| Jan 21, 2025, 14:10 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেঁপে উঠল দক্ষিণ তাইওয়ান। ভূমিকম্পের মাত্রা ৬। মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ এই তথ্য দিয়েছে। ২০২৫ সাল পড়ার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগের ইয়ত্তা নেই। কিছুদিন আগে জাপানে ভূমিকম্প হয়ে গেল। তীব্র ভাবে কেঁপে উঠল জাপানের মাটি। এরও কদিন আগেই তিব্বতে হয়ে গিয়েছিল ভয়াবহ ভূমিকম্প। ২০২৫ সালের প্রায় প্রতিদিনই যেন বাবা ভাঙ্গা আর নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণী সত্যি হচ্ছে। 

 

1/6

রাত ১২টা ১৭ মিনিটে

রবিবার রাত ১২টা ১৭ মিনিটে, মানে, সোমবার এই ভূমিকম্প হয়। এর এপিসেন্টার ইউজিংয়ের ১২ কিমি উত্তরে। 

2/6

৬.৪

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দফতর ভূমিকম্পের মাত্রা রেকর্ড করেছে-- ৬.৪!

3/6

পরিমাপ হয়নি

প্রাথমিক ভাবে যতটুকু খবর মিলেছে, তাতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, ঘটেনি কোনও মৃ্ত্যুও। ঠিক কী ঘটেছে, তার পরিমাপ করা হয়নি।

4/6

ধ্বংসস্তূপের নীচে মানুষ

তাইওয়ানের ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি ভাঙা বাড়ির ধ্বংসস্তূপ থেকে এক শিশু-সহ ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের আঘাত তত ভয়ংকর নয়। তাইওয়ানের একটি হাইওয়ের সঙ্গে সংযুক্ত একটি সেতুরও কিছুটা ক্ষতি হয়েছে।

5/6

৭.৪, ১৩ মৃত্যু, ১০০০ আহত

এর আগে গত বছরের এপ্রিলে এখানে আরও তীব্র ভূমিকম্প হয়েছিল-- ৭.৪! সেবার যে অঞ্চলে কম্পন হয়েছিল, সেটা ছিল পার্বত্য। অন্তত ১৩ জন মারা গিয়েছিলেন সেবার। এবং ১০০০ জন আহত হয়েছিলেন। সেটি ছিল গত ২৫ বছরের সবচেয়ে শক্তিশালী কম্পন।

6/6

'রিং অফ ফায়ার'

কেন তাইওয়ানে বারবার ভূমিকম্প হয়? আসলে তাইওয়ানও প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ারে'র উপর অবস্থিত। আর এই অঞ্চল হল পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভূকম্পপ্রবণ অঞ্চল।