East West Metro: পাতালে ম্যাজিক, ১১ মিনিটেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড! মেট্রোর সফল ট্রায়াল 'আতঙ্কের' বউবাজারে...

Sealdaha to Esplanade successful Metro trial: কবে চালু হচ্ছে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো রুট ?

Jan 21, 2025, 14:33 PM IST
1/6

গ্রিন লাইনে সাফল্য!

East West Metro Sealdaha Esplanade trial run

অয়ন ঘোষাল: বউবাজার বিপর্যয় এখন ইতিহাস। বরং আজ ম্যাজিক ঘটে গেল পাতালে! কলকাতার মেট্রোয় আরও একটি পালক জুড়ল, এমনটা বলাই যায়।  

2/6

ইস্ট ওয়েস্ট মেট্রোয় সফল ট্রায়াল

East West Metro Sealdaha Esplanade trial run

গ্রিন লাইন, ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এদিন সফল ট্রায়াল হল মেট্রো রেকের। মসৃণ বৌবাজার পেরিয়ে মাত্র ১১ মিনিটেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পৌঁছাল ট্রায়াল মেট্রো রেক।  

3/6

রেক ট্রায়াল

East West Metro Sealdaha Esplanade trial run

এর আগে ট্রলি ট্রায়াল হয়েছিল। আজ হল পুরোদস্তুর রেক ট্রায়াল। আপাতত আগামী কয়েকদিন এই রেক ট্রায়াল ক্রমাগত চলতে থাকবে। এরপর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সি আর এস ইনসপেকশন।   

4/6

১১ মিনিটেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড!

East West Metro Sealdaha Esplanade trial run

কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিললেই খুব শিগগির-ই চলতি বছরের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর মেট্রো পথে জুড়তে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড। এমনটাই খবর মেট্রো সূত্রে।  

5/6

চলতি বছরেই শুরু পরিষেবা!

East West Metro Sealdaha Esplanade trial run

অর্থাত্ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো রুট চালু হতে চলেছে। আর ইস্ট ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইনে সম্পূর্ণ পরিষেবা শুরু হয়ে গেলে নিত্যযাত্রীদের অনেকটা কষ্ট যে লাঘব হয়ে যাবে, একথা নিঃসন্দেহে বলা যায়।  

6/6

আন্ডারওয়াটার মেট্রো রুট!

East West Metro Sealdaha Esplanade trial run

এদিন ট্রায়াল রানের সময় চালকের কেবিনে আগাগোড়া ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। উল্লেখ্য, এই ইস্ট ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইনেই দেশের মধ্যে প্রথম ও একমাত্র আন্ডারওয়াটার মেট্রো রুট রয়েছে।