Mamata Banerjee: অনেক সময় চাকরির থেকেও ভালো রোজগার চায়ের দোকানে: মমতা

Jan 21, 2025, 15:40 PM IST
1/6

জেলা সফরে মুখ্যমন্ত্রী!

Mamata Banerjee on Tea Selling

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: চায়ের দোকানে চা, বিস্কুট, ঘুঘনি বিক্রি করে ভালো রোজগার হয়। অনেক সময় চাকরির থেকেও ভালো রোজগার হয় চায়ের দোকানে।  

2/6

জেলা সফরে মুখ্যমন্ত্রী!

Mamata Banerjee on Tea Selling

এদিন জেলা সফরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চাকরিতে ভালো রোজগার হয়। আবার অনেক সময় চায়ের দোকানেও ভালো রোজগার হয়।   

3/6

জেলা সফরে মুখ্যমন্ত্রী!

Mamata Banerjee on Tea Selling

রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গে মমতার দাবি, অনেকে বলেন চাকরি হয় না। জানবেন কী করে! যে চাকরিতে যোগ দিচ্ছেন, তিনি জানেন।   

4/6

জেলা সফরে মুখ্যমন্ত্রী!

Mamata Banerjee on Tea Selling

পাশাপাশি, এদিন মমতা মেয়েদের পড়াশোনার পক্ষেও জোর সওয়াল করেন। তাড়াতাড়ি বিয়ে দিতে বারণ করেন। বলেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবেন না। ওরা সমাজের গর্ব। ওদের পড়তে দিন।   

5/6

জেলা সফরে মুখ্যমন্ত্রী!

Mamata Banerjee on Tea Selling

পাশাপাশি আর জি কর ইস্যুতেও মুখ খোলেন। বলেন, ফাঁসি চাই। পৈশাচিক ঘটনায় কেউ কী করে মানবিক হতে পারে? যাবজ্জীবন মানে কী? অনেক সময় যাবজ্জীবনে প্যারোলে অনেকে বেরিয়ে যায়। আমি সত্যিই শকড। আমি মনে করি এটা জঘন্য ও বিরলতম অপরাধ।   

6/6

জেলা সফরে মুখ্যমন্ত্রী!

Mamata Banerjee on Tea Selling

এদিন মমতা জেলাশাসকদের মাঝে মাঝেই গ্রাম পরিদর্শনের নির্দেশ দেন। সবাই সবরকম সুযোগ, সুবিধা, সরকারি পরিষেবা পাচ্ছেন কি না, সেই বিষয়ে খোঁজ খবর রাখতে বলেন। আরও বলেন, সরকারি পরিষেবার জন্য কেউ কাউকে এক পয়সাও দেবেন না।