ভারতে লঞ্চ OnePlus 9 সিরিজের তিনটি মডেল, জেনে নিন দাম ও ফিচার
Mar 24, 2021, 13:01 PM IST
1/11
নিজস্ব প্রতিবেদন: ভারতে লঞ্চ OnePlus 9 সিরিজ। যার মধ্যে রয়েছে তিনটি মডেল OnePlus 9, the OnePlus 9 Pro এবং OnePlus 9R
2/11
Snapdragon ৮৭০ এবং ৮৮৮ chipsets-য়ে চলবে এই সিরিজ। ফোনে থাকছে নজরকাড়া Hasselblad camera।
photos
TRENDING NOW
3/11
OnePlus 9 Pro মডেলে ৬.৫৫ ইঞ্চি AMOLED ডিসপ্লেতে থাকছে FHD+ রেজোলিউশন। যা ৪০২ PPI (pixels per inch) ছবি তোলা সম্ভব হবে।
4/11
Android 11 সঙ্গে Oxygen OS 11 চলবে OnePlus 9 সিরিজ। ৮ জিবি ও ১২ জিবির কম্বিনেশনে পাওয়া যাবে দুটি মডেল। যার এক্সটারনাল স্টোরেজে থাকবে ১২৮ ও ২৫৬ জিবি। ফোনের ব্যাটারি ৪,৫০০ mAh। সঙ্গে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং।
5/11
এছাড়াও থাকছে ফিঙ্গারপ্রান্ট সেন্সর ও Dolby atmos support, dual stereo speakers, Bluetooth 5.2 এবং Wi-Fi 6 support।
6/11
ফোনে থাকছে 48MP Sony IMX689 সেন্সর, ৫০MP Sony IMX766 ultra-wide সেন্সর এবং ২MP monochrome সেন্সর সহ তিনটি ক্যামেরা। ছবি তোলার সময় পাবেন, optical image stabilisation-র সঙ্গে electronic image stabilisation (EIS)।
7/11
৩০fps-য়ে 8K তে শুট করা যাবে ভিডিও। পাশাপাশি ৬০ fps-য়ে 4k-তে শুট করা যাবে। ফ্রন্ট ক্যামেরার জন্য বরাদ্দ ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর।
8/11
OnePlus 9R ফোনটি গেমারদের জন্য সবচেয়ে পছন্দ ফোন হয়ে উঠতে পারে। এই ফোনে থাকছে flexible OLED panel। এতে Snapdragon ৮৭০ প্রসেসরের সঙ্গে ৮ ও ১২ জিবি RAM-র সঙ্গে ১২৮ /২৫৬ জিবি স্টোরেজের মডেল পাওয়া যাবে।
9/11
ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে ৪৫০০ mAh ব্যাটারি। বাকি সব ফিচার মোটের উপর সমান।