Omicron: আপনার শিশুটি কি ওমিক্রন আক্রান্ত? এই উপসর্গগুলো দেখলেই সতর্ক হন

অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিন

Dec 15, 2021, 18:39 PM IST
1/6

ওমিক্রন আতঙ্কে ত্রস্ত বিশ্ব

Omicron Threat

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক এখনও জীবন্ত সকলের মনে। এই পরিস্থিতিতে গোটা বিশ্বের মতো ভারতেও দাঁতমুখ বের করতে শুরু করেছে ওমিক্রন (Omicron)। ইতিমধ্যে ৫০-এর গণ্ডি টপকেছে আক্রান্তের সংখ্য়া।   

2/6

পশ্চিমবঙ্গে ওমিক্রন

Omicron in West Bengal

পশ্চিমবঙ্গেও প্রবেশ করেছে করোনা ভাইরাসের (Corona Virus) এই নয়া প্রজাতি। রাজ্যে প্রথম সাত বছরের শিশুর শরীরে মিলেছে ভাইরাস।

3/6

মুর্শিদাবাদে ওমিক্রন আতঙ্ক

Omicron in Murshidabad

মুর্শিদাবাদের ওই শিশুটি আবুধাবি থেকে ভারতে এসেছে। হায়দরাবাদ থেকে পশ্চিমবঙ্গে এসেছে। এর আগে মহারাষ্ট্রেও সাড়ে তিন বছরের এক শিশুর শরীরে মিলেছে ওমিক্রন (Omicron)। 

4/6

কীভাবে বুঝবেন আপনার সন্তানটি ওমিক্রনে আক্রান্ত?

Omicron symptoms in kids Children

ফলে ওমিক্রন আতঙ্কে শিশুদের নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। কীভাবে বুঝবেন আপনার সন্তানটি ওমিক্রনে আক্রান্ত কি না?

5/6

ওমিক্রনের উপসর্গ

Omicron symptoms

ওমিক্রনের উপসর্গ- জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথা, গা-হাত-পায়ে ব্যথা, গলা ব্যথা।

6/6

ওমিক্রন নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

Expert on Omicron

বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন করোনা ভাইরাসের এই নয়া প্রজাতি ইতিমধ্যে ৫০টি মিউটেশন সম্পন্ন করেছে। যার মধ্য়ে ৩০টি স্পাইক প্রোটিনে মিউটেশন সম্পন্ন করেছে এবং আরবিডি রিজিয়নেও ১০টি মিউটেশন হয়েছে।