Howrah Station: ভয়ংকর! ট্রেনের ইঞ্জিনের মাথায় যুবক, হাইভোল্টেজ বিদ্যুতে মুহূর্তে ঝলসে গেল...
Howrah Station: শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৭ নম্বর প্লাটফর্মে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকা যশবন্তপুর এক্সপ্রেসের ওপর উঠে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি হাইভোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হন।
1/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
সবার সামনে কিভাবে সে ট্রেনের ছাদে উঠল এখনও তা পরিষ্কার নয়। প্রাথমিক তদন্তে রেল পুলিসের অনুমান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। রেল সূত্রে খবর, ওই ব্যক্তির নাম শম্ভু কুমার যাদব(৩৭)। ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। খবর পেয়ে বাড়ির লোকজন এসে তাকে অ্যাম্বুলেন্সে বোকারো নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, ট্রেনটি দক্ষিণ-পূর্ব রেলের। হাওড়া স্টেশন এবং ট্রেন সবদিক থেকেই সুরক্ষিত। লুকিয়ে ট্রেনের উপর চড়ে যাওয়ার সেখানে সঙ্গে সঙ্গে রেল আধিকারিক, জিআরপিএফ, আরও অনেকে পৌঁছে যায়। ব্যক্তির গায়ে লাগা আগুন দ্রুত নিভিয়ে তাঁকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়।
photos