Omicron: ওমিক্রন সংক্রমণের গতি কোভিডের অন্যান্য প্রজাতির থেকে একেবারেই আলাদা, সতর্ক করল WHO

Dec 15, 2021, 16:56 PM IST
1/5

মঙ্গলবারই দেশে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গেও চলে এল ওমিক্রন। এবার করোনার এই প্রজাতির সংক্রমণ নিয়ে বড়সড় ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)।

2/5

হু ডিরেক্টর জানিয়েছেন, করোনার অন্যান্য প্রজাতির থেকে অনেক দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন।

3/5

হু প্রধান জানিয়েছেন, 'দুনিয়ার ৭৭ দেশে ওমিক্রনের দেখা মিলেছে। চিহ্নিত না হলেও বাস্তব হল অধিকাংশ দেশেই এখন ওমিক্রন ঢুকে গিয়েছে। ওমিক্রন যে গতিতে ছড়াচ্ছে তা করোনার অন্য প্রজাতির ক্ষেত্রে দেখা যায়নি। '

4/5

ওমিক্রন সংক্রমণ ছড়ানো শুরুর পরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এই মুহূর্তে করোনার বুস্টার ডেজের প্রয়োজন রয়েছে কিনা? হু প্রধান জানিয়েছেন, শুধুমাত্র ভ্যাকসিন দিয়ে ওমিক্রন রোখা যাবে না। তাই প্রতিটি দেশকে সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা নিতে হবে। অনেকেই ওমিক্রনকে হালকাভাবে নিচ্ছেন। এটা খুবই উদ্বেগের। যদি ওমিক্রনের প্রভাব মানব শরীরে খুব কমও হয় তাহলেও এটি যখন ব্যাপাক হারে ছড়াতে শুরু করবে তখন ফের তা স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ তৈরি করে দেবে। ভ্য়াকসিন, মাস্ক, সামজিক দূরত্ব সব মেনে চলুন।

5/5

বুস্টার ডোজে কি কোনও কাজ হবে? হু-প্রধান বলেন, 'বুস্টার ডোজের বিপক্ষে নয় হু। ওমিক্রন ছড়ানো শুরু করতেই বহু দেশে বুস্চার ডোজ দেওয়ার তোড়জোড় শুরু করেছে। তবে এটির কার্যকারিতা নিয়ে এখনও পর্যাপ্ত তথ্য আমাদের হাতে নেই।'