Maha Kumbh Mela 2025: গঙ্গা-যমুনা-সরস্বতীর মিলনস্থলেই এবার মহাকুম্ভ! কবে শুরু? কবে শেষ? জেনে নিন মেলার সমস্ত খুঁটিনাটি...
Maha Kumbh Mela 2025: চারটি নদীতীরবর্তী স্থানে পালিত হয় কুম্ভমেলা। প্রয়াগরাজে গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর মিলনস্থল, হরিদ্বারে গঙ্গা, নাসিকে গোদাবরী, উজ্জয়িনীতে শিপ্রা। এই চার জায়গার কুম্ভ মেলা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একযুগ, বারো বছর পরে-পরে আসে এই মহালগ্ন। মহাকুম্ভ মেলা। এটি পালিত হয় ভারতের চার জায়গায়-- প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী। এই মেলাগুলি চারটি নদীতীরবর্তী স্থানে পালিত হয়-- প্রয়াগরাজ হল গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর মিলনস্থল, হরিদ্বারে গঙ্গা, নাসিকে গোদাবরী, উজ্জয়িনীতে শিপ্রা। এই চার জায়গার কুম্ভ মেলা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত। কুম্ভ মেলা সাধারণত, দুধরনের। অর্ধ কুম্ভ এবং পূর্ণ কুম্ভ। এই ২০২৫ সালে এবার পূর্ণকুম্ভ।
1/6
কুম্ভ শুরু
photos
TRENDING NOW
4/6
ছয় স্নান
5/6
একমেলায় ২০ কোটি
'বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থযাত্রীদের সমাবেশ' হিসেবে বিবেচিত হয় কুম্ভ মেলা। এই মেলাটি ইউনেস্কোর 'মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকা'র অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৯ সালের কুম্ভ মেলায় ২০ কোটি (২০০ মিলিয়ন)-রও বেশি হিন্দু একত্রিত হয়েছিলেন, যার মধ্যে সবচেয়ে ব্যস্ত দিনে প্রায় ৫ কোটি মানুষ অংশগ্রহণ নিয়েছিলেন! ভাবা যায়! এটি 'বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ জনসমাগম'গুলির একটি হিসেবেও স্বীকৃত।
6/6
অবিশ্বাস্য ভারত
photos