সামনেই ঘুরছে হিংস্র প্রাণী! পুজোয় ভয়ংকর সুন্দর এই অরণ্যে যেতে চান?
Tourism in Gorumara National Park: মোষটানা গাড়িতে চেপে বন্যপ্রাণ দর্শন! থাকছে ট্রাইবাল ডান্সের ব্যবস্থা। অনায়াসে ক্যামেরাবন্দি করতে পারেন হাতির স্নানদৃশ্য! পুজোর প্রাক্কালে এভাবেই সেজে উঠেছে রামসাইয়ের মেদলা ক্যাম্প এবং ওয়াচ টাওয়ার। (ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোষটানা গাড়িতে চেপে বন্যপ্রাণ দর্শন! থাকছে ট্রাইবাল ডান্সের ব্যবস্থা। অনায়াসে ক্যামেরাবন্দি করতে পারেন হাতির স্নানদৃশ্য! পুজোর প্রাক্কালে এভাবেই সেজে উঠেছে রামসাইয়ের মেদলা ক্যাম্প এবং ওয়াচ টাওয়ার। এদিকে দুর্গা পুজোর মরসুমে পর্যটকদের ঢল নামবে, ভালো রোজগার হবে-- এই আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। তিন মাস বন্ধ থাকার পরে পর্যটকদের জন্য খুলেছে অরণ্য। ইতিমধ্যেই দেশবিদেশের পর্যটকদের ঢল নামতে শুরু করেছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন সরকারি বেসরকারি বনবাংলোয়। ইতিমধ্যে বুকিংও শুরু হয়ে গিয়েছে। (ছবি ও তথ্য: প্রদ্যুৎ দাস)