আগামী বাজেটে ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে মিলতে পারে বড়সড় করছাড়!

Dec 18, 2019, 14:38 PM IST
1/5

S 5

S 5

করছাড়ের ক্ষেত্রে আগামী বাজাটে বড়সড় ছাড়ের ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমন। অর্থমন্ত্রক সূত্রে খবর, ব্যক্তিগত আয়ে ও দীর্ঘমেয়াদী ইক্যুইটির ক্ষেত্রে করছাড় দিতে পারে সরকার।

2/5

S 4

S 4

অর্থ দফতরের আধিকারিকরা এনিয়ে কথাবার্তা চালাচ্ছেন। সরকারের উদ্দেশ্য হল সাধারণ মানুষের হাতে আরও বেশি টাকা দেওয়া।  এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা।

3/5

S 3

S 3

দেশের আর্থিক অবস্থায় মন্দা কাটানোর জন্য ব্যক্তিগত করের হার কম করার ব্যাপারে সরকারের ওপরে চাপ দিচ্ছে দেশের একাধিক মহল। একবছর আগের ৭ শতাংশ আর্থিক বৃদ্ধির হার গত জুলাই-সেপ্টেম্বর মাসে ৪.৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে।

4/5

S 2

S 2

সাধারণ মানুষের ওপরে করের বোঝা কম করা না হলেও এবছরে নতুন শিল্পক্ষেত্রে কর কম করে ১৫ শতাংশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

5/5

s 1

s 1

আগামী ফেব্রয়ারিতেই সম্ভবত ২০২০-২১ সালের বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে হয়তো আমদানি শুল্ক কম করতে পারে সরকার।