Monkey Type Humour: বাঁদর স্বভাবের প্রেমিক পছন্দ মেয়েদের! নয়া ট্রেন্ডের মন বুঝতে হয়রান...

Monkey Type Humour: চিনে বিয়ের হার ২০২৪ সালে প্রায় ১৬.৬% কমেছে। কিন্তু ডেটিং মার্কেট চলছে রমরমিয়ে।

Jan 12, 2025, 14:54 PM IST
1/6

চাইনার বিবাহ পরিসংখ্যান

 চাইনার বিবাহের পরিসংখ্যান দিনের পর কমছে। প্রায় ৪৭ লক্ষ বিয়ে রেজিস্টার করা হয় ২০২৪ সালের ৩ মাসের মধ্যে। 

2/6

কমেছে

যেটি প্রায় ১৬.৬% হারে কমেছে পূর্ববর্তী বছরের তুলনায়। 

3/6

ডেটিং সাইট

কিন্তু ঠিক ওপর দিকে, চিনের ডেটিং সাইট নিজেদের ব্যবসা জোরকদমে চালাচ্ছে।

4/6

monkey-type man

বর্তমানে চিনে জনপ্রিয় 'বাঁদর স্বভাবের প্রেমিক'। এই বাঁদর স্বভাবের প্রেমিক  বা  'monkey-type man' এই শব্দটি নেটপাড়ায় মূলত সেই সমস্ত সেলেবদের জন্য ব্যবহার করা হয় যাদের রয়েছে ফিট বডি, বড় চোখ প্রায় বাঁদরের মতন।

5/6

সিরিয়াস দেখতে হয় না

কিছু মানুষের মতে, এই ধরণের মানুষ সচরাচর খুব একটা সিরিয়াস দেখতে হয় না। কিন্তু তাদের সেন্স অফ হিউমর খুব ভালো হয়। ব্যালেন্স করে চলের তাঁরা। 

6/6

নতুন ট্রেন্ড

এই ধরণের মানুষ নতুন ট্রেন্ড শুরু করেছে। যারা চাইনাই ভালোবাসা এবং রোমান্সকে জিয়ে রেখেছে। মূলত ইয়ুথদের মধ্যে।