Swami Vivekananda Birthday| Abhishek Banerjee:'আজও আমাদের মধ্যে রয়েছেন', জন্মদিবসে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে অভিষেক..

Swami Vivekananda Birthday| Abhishek Banerjee:  আজ, রবিবার  স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস। আবার ৪১ তম জাতীয় যুব দিবস। সিমলা স্ট্রিটে পৈতৃক বাড়ির সামনে স্বামীজির  প্রতিকৃতিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Jan 12, 2025, 18:19 PM IST
1/9

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'এইরকম লোক ভারতবর্ষ কেন, বিশ্বের কোথাও খুঁজে পাইনি। কোনওদিনই পাব না'। স্বামী বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পৈতৃক বাড়ির সামনে স্বামীজির প্রতিকৃতিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তিনি। বললেন, 'স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছেন। তাঁর ভাবনা,চিন্তাধারা অমর এবং অবিনশ্বর'।

2/9

আজ, রবিবার  স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস। আবার ৪১ তম জাতীয় যুব দিবস।

3/9

সকাল থেকে বহু মানুষের ভিড় উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক বাড়িতে। 

4/9

প্রতিবছরের মতো এবছরও সিমলা স্ট্রিটে পৈতৃক বাড়িতে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

5/9

অভিষেক বলেন, 'প্রচলিত প্রথার মতো আমি প্রতিবছরই স্বামীজির যে প্রতিকৃতি এখানে রাখা হয়েছে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আসি। মহারাজরা স্বামীজির প্রতিকৃতিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার সুযোগ করে দিয়েছে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ'।

6/9

 অভিষেকের কথায়, 'স্বামীজি নীতি, আদর্শ, মনন, চিন্তন, কর্মপদ্ধতি, বাণী  আজকের সময় অত্যন্ত তাত্‍পর্যুপূর্ণ ও জীবনের প্রতিটি ধাপে প্রযোজ্য। স্বামীজির অবদান, যতদিন আমরা বেঁচে আছি, আমরা কেউ কোনওদিনও ভুলতে পারব না। চিরস্মরণীয় হয়ে আমাদের সকলের হৃদয়ের অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে'।

7/9

অভিষেকের মতে,  'স্বামীজি যেভাবে সর্বধর্ম সমণ্বয়ের কথা বলেছে, সর্বধর্ম সমণ্বয়ের পথ প্রদর্শক হয়ে, ভারতবর্ষকে তাঁর সময়ে পথ দেখিয়েছিলেন। আমাদের প্রত্যেকের সেই কথা গুলি স্মরণ করা উচিত। জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে। স্বামীজির জন্মদিবসে বলব না, কারণ, জন্ম তাঁদের হয়, যাঁদের কোনও না কোনও সময়ে মৃত্যু ঘটে। আমি আর্বিভাব দিবস বলব, স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছেন'।

8/9

অভিষেক বলেন, 'স্বামীজি বলেছিলেন, যত্র জীব, তত্র শিব। জীবসেবাই শিবসেবাই। তিনি বলেছিলেন, গীতাপাঠের অপেক্ষা ফুটবল খেললে ঈশ্বরের বেশি নিকটবর্তী জায়গায় পৌঁছে যাওয়া যায়। এইরকম লোক ভারতবর্ষ কেন, বিশ্বের কোথাও খুঁজে পাইনি। কোনওদিনই পাব না'।

9/9