Swami Vivekananda Birthday| Abhishek Banerjee:'আজও আমাদের মধ্যে রয়েছেন', জন্মদিবসে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে অভিষেক..
Swami Vivekananda Birthday| Abhishek Banerjee: আজ, রবিবার স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস। আবার ৪১ তম জাতীয় যুব দিবস। সিমলা স্ট্রিটে পৈতৃক বাড়ির সামনে স্বামীজির প্রতিকৃতিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
1/9
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'এইরকম লোক ভারতবর্ষ কেন, বিশ্বের কোথাও খুঁজে পাইনি। কোনওদিনই পাব না'। স্বামী বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পৈতৃক বাড়ির সামনে স্বামীজির প্রতিকৃতিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তিনি। বললেন, 'স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছেন। তাঁর ভাবনা,চিন্তাধারা অমর এবং অবিনশ্বর'।
photos
TRENDING NOW
4/9
5/9
6/9
7/9
অভিষেকের মতে, 'স্বামীজি যেভাবে সর্বধর্ম সমণ্বয়ের কথা বলেছে, সর্বধর্ম সমণ্বয়ের পথ প্রদর্শক হয়ে, ভারতবর্ষকে তাঁর সময়ে পথ দেখিয়েছিলেন। আমাদের প্রত্যেকের সেই কথা গুলি স্মরণ করা উচিত। জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে। স্বামীজির জন্মদিবসে বলব না, কারণ, জন্ম তাঁদের হয়, যাঁদের কোনও না কোনও সময়ে মৃত্যু ঘটে। আমি আর্বিভাব দিবস বলব, স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছেন'।
8/9
photos