হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হবে কোবে ব্রায়ান্টের, আট বছর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন ইনি!

Jan 29, 2020, 18:53 PM IST
1/5

কোবি ব্রায়ান্টের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী

কোবি ব্রায়ান্টের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী

অনেকের মনে হতে পারে, কাকতালীয়! কেউ বলতে পারেন, এই ধরণের ভবিষ্যদ্বাণীর কোনও বাস্তব ও যুক্তিযুক্ত ভিত্তি নেই। কিন্তু কিছু কিছু ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি। বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের মৃত্যুর ঘটনা নিয়ে করা এনার ভবিষ্যদ্বাণী অনেকটা সেরকমই। 

2/5

কোবি ব্রায়ান্টের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী

কোবি ব্রায়ান্টের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী

২০১২ সালের ১৪ নভেম্বর নোসো নামের এক ব্যক্তি টুইটারে লিখেছিলেন, হেলিকপ্টার ক্র্যাশে মারা যাবেন কোবে! বাস্তবে হলও তাই।

3/5

কোবি ব্রায়ান্টের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী

কোবি ব্রায়ান্টের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী

অনেকেই প্রশ্ন তুলেছেন সেই পোস্ট নিয়ে। কারও যুক্তি, পোস্ট করার তারিখ বা সময় পরিবর্তন করা হয়েছে। কিন্তু বাস্তবে সেরকম কিছুই হয়নি বলে জানা গিয়েছে। নোসো-র সেই পোস্ট আট বছর আগেরই।

4/5

কোবি ব্রায়ান্টের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী

কোবি ব্রায়ান্টের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী

ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে পাহাড়ের চূড়ায় ধাক্কা খেয়ে ভেঙে পড়ে ব্রায়ান্টের হেলিকপ্টার। তাঁর মেয়ে জিয়ানা মারি অনোরে ব্রায়ান্ট, বাস্কেটবল কোচ জন আলতোবেল্লি, তাঁর স্ত্রী কেরি, মেয়ে অ্যালিসাসহ আরো আটজন সওয়ার ছিলেন সেই হেলিকপ্টারে। ভয়াবহ দুর্ঘটনায় মারা প্রাণ হারিয়েছেন সবাই।

5/5

কোবি ব্রায়ান্টের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী

কোবি ব্রায়ান্টের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী

কোবির মৃত্যুতে শোকাচ্ছন্ন ক্রীড়ামহল। আর তারই মাঝে নোসোর করা আট বছর আগের সেই টুইট ফিরে এসেছে। ঘটনাটির সত্যতা নিয়ে যদিও প্রশ্ন তুলেছেন অনেকে।