নতুন মাইলস্টোনের মালিক রোহিত শর্মা! সচিন-গাভাসকরের এলিট ক্লাবে এন্ট্রি 'হিটম্যান'-এর

Jan 29, 2020, 18:17 PM IST
1/5

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে ব্যাটে রান না পেলেও, হ্য়ামিলটনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জ্বলে উঠলেন ওপেনার রোহিত শর্মা। করেন ৪০ বলে ৬৫ রান।

2/5

আর সুপার ওভারে জোড়া ছয় মেরে ভারতকে রোমাঞ্চকর জয় এনে দেন রোহিত শর্মা।

3/5

এদিন ওপেনার হিসেবে রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন । চতুর্থ ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি।  

4/5

১৪০টি একদিনের ম্যাচে ৭১৪৮ রান, ৭৭টি টি-টোয়েন্টি ম্যাচে রোহিতের রান ২৭১৩, আর গতবছর প্রথমবার টেস্টে ওপেন করতে নেমে পরপর দুটি ম্যাচে শতরান করেছিলেন রোহিত শর্মা।

5/5

এর আগে ওপেনার হিসেবে দশ হাজার করেছেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর আর বীরেন্দ্র সেওয়াগ।