Metro Service during Book Fair 2025: ২৮ জানুয়ারি থেকে শুরু বইমেলা, ভোগান্তি কমাতে বাড়ানো হল মেট্রোর সংখ্যা...

Book Fair 2025: বইমেলার ভিড়ের কথা মাথায় রেখেই এবার ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত দেবে অতিরিক্ত পরিষেবা। সেক্ষেত্রে সোম থেকে শনি শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ১২২টি পরিষেবা দেওয়া হবে আপ ও ডাউন মিলিয়ে। যেখানে দুপুর দুটোর পর থেকে রাত নটা পনেরো পর্যন্ত ১২ মিনিট অন্তর ট্রেন চলবে। এছাড়া রবিবারেও চলবে ট্রেন।

| Jan 25, 2025, 22:24 PM IST
1/7

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। করুণাময়ী এলাকায় বইমেলা প্রাঙ্গনে  জমায়েত হতে চলেছে হাজারও বইপ্রেমীর ভিড়।    

2/7

বইমেলার ভিড়ের কথা মাথায় রেখেই এবার ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত দেবে অতিরিক্ত পরিষেবা।   

3/7

সেক্ষেত্রে সোম থেকে শনি শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ১২২টি পরিষেবা দেওয়া হবে আপ ও ডাউন মিলিয়ে।   

4/7

যেখানে দুপুর দুটোর পর থেকে রাত নটা পনেরো পর্যন্ত ১২ মিনিট অন্তর ট্রেন চলবে। এছাড়া রবিবারেও চলবে ট্রেন।  

5/7

সেক্ষেত্রে  শিয়ালদহ থেকে দুপুর ২:১৫ মিনিটে প্রথম এবং রাত ৯.৩৫ মিনিটে শেষ ট্রেন ছাড়বে।   

6/7

যেহেতু বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী এলাকায় এবং সেখানে মেট্রো স্টেশন রয়েছে এই রুটে তাই এর ফলে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।  

7/7

এই ব্যবস্থা চলবে বইমেলা চলাকালীন অর্থাৎ ২৮ জানুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত।