Train Accident: সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা! লাইনচ্যুত ৩ বগি, অল্পের জন্য রক্ষা...

Satragachi-Tirupati Express Accident: অল্পের জন্য রক্ষা প্রজাতন্ত্র দিবসে। সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসের লাইনচ্যুত ৩টি বগি। 

Jan 26, 2025, 12:01 PM IST
1/6

রেল দুর্ঘটনা

দেবব্রত ঘোষ: প্রজাতন্ত্র দিবসে অল্পের জন্য রেল দুর্ঘটনা থেকে রক্ষা। সকাল ৮টা বেজে ৩০ মিনিটে ঘটে ঘটনাটি।   

2/6

ধাক্কা

সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা অন্য একটি জেনারেট কারের। (তথ্য- দেবব্রত ঘোষ) 

3/6

তিরুপতি এক্সপ্রেস

তিরুপতি এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত। পদ্মপুকুর স্টেশনের কাছে লাইন বদলের সময় খালি ট্রেনে ধাক্কা। (তথ্য- দেবব্রত ঘোষ) 

4/6

হতাহত

কোনও যাত্রী না থাকায় হতাহতের খবর নেই। (তথ্য- দেবব্রত ঘোষ) 

5/6

একই লাইনে

কীভাবে একই লাইনে জেনারেট কার ও ট্রেন চলে এল? উঠছে প্রশ্ন। (তথ্য- দেবব্রত ঘোষ)

6/6

আপাতত বন্ধ

আপাতত বন্ধ ট্রেন চলাচল, ঘটনাস্থলে আধিকারিকরা। (তথ্য- দেবব্রত ঘোষ)