1/8
সদ্য হিন্দি বলয়ের তিন রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে সরকার গঠনের পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে কংগ্রেস। রাহুল গান্ধী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ২০১৯ সালে এই সরকারের বিদায় নিশ্চিত। কিন্তু রিপাবলিক ও সি ভোটারের সমীক্ষা বলছে, তিন রাজ্যে তেমন লোকসান হচ্ছে না বিজেপির। উল্টে ওডিশায় সেই ঘাটতি পুষিয়ে নিচ্ছে মোদী-শাহ জুটি।
2/8
রাজস্থানের ভোটপর্ব থেকেই একটা কথা মুখে মুখে ফিরছিল, 'মোদী তুজঝে বের নেই, রানি তেরি খ্যার নেই'। যার বাংলা তর্জমা, মোদীর সঙ্গে শত্রুতা নেই, কিন্তু বসুন্ধরা রাজেকে রেয়াত নয়। রিপাবলিক ও সি ভোটারেরের ন্যাশনাল অ্যাপ্রুভাল রেটিংয়ের দাবি, এখনই ভোট হলে রাজস্থানে ১৯টি আসন পেতে চলেছে এনডিএ। মাত্র ৬টি আসন যাচ্ছে ইউপিএ-র ঝুলিতে। (তথ্যসূত্র ও ছবি সৌজন্যে- রিপাবলিক টিভি)
photos
TRENDING NOW
3/8
4/8
5/8
6/8
7/8
8/8
photos