Life Imprisonment of Sanjay Roy: গভীর রাতের সেমিনার রুম থেকে প্রকাশ্য দিবালোকের কাঠগড়া! ৯ অগাস্ট থেকে ২০ জানুয়ারির খুঁটিনাটি...
RG Kar Case Verdict | Life Imprisonment of Sanjay Roy: সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হল শনিবার। আর আজ, সোমবার তার সাজা ঘোষণা হল। প্রচুর প্রহরার মধ্যে দিয়ে সঞ্জয় রায়কে কোর্টে আনা হল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে রায়দান হল আরজি কর কাণ্ডে। ১৬২ দিনের মাথায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল শনিবার। আর আজ, সোমবার ১৬৪ দিনের মাথায় তার সাজা ঘোষণা হল। প্রচুর প্রহরার মধ্যে দিয়ে সঞ্জয় রায়কে আজ কোর্টে আনা হয়। তারই মধ্যে সঞ্জয় বলে, তাকে ফাঁসানো হয়েছে। সেশন জজ অনির্বাণ দাস শনিবারই সঞ্জয়কে জানিয়ে রেখেছিলেন, সঞ্জয়ের যাবজ্জীবনও হতে পারে, মৃত্যুদণ্ডও হতে পারে।
1/6
অগাস্ট থেকে জানুয়ারি
2/6
আত্মরক্ষার চেষ্টা
photos
TRENDING NOW
3/6
ফাঁসিই
4/6
রিফরমেশন
5/6
১৬০ পাতা
6/6
সঞ্জয়ের শাস্তি ও তার পরিবার!
সঞ্জয়ের শাস্তি যাই হোক না কেন, তা নিয়ে তা পরিবার কী ভেবেছিল? সঞ্জয়ের দিদি বলেছেন, 'আমরা নির্যাতিতার পরিবারের কাছে ক্ষমা চাইছি। আইন যা ঠিক করবে সেটাই হবে। সেই শাস্তিই ও পাবে। আমার কিছু বলার নেই।' সঞ্জয়ের মা-ও প্রায় তাঁর মেয়ের সুরেই কথা বলেছেন। তিনিও বলেছেন, তিন মেয়ের মা হিসেবে তিনি জানেন, নির্যাতিতার বাবা-মায়ের মনের কী অবস্থা!
photos