Chandramouli Biswas: কাজের অভাব বা অর্থকষ্ট নয়! চন্দ্রমৌলির আত্মহত্যার আসল কারণ জানালেন আইনজীবী...
EX-Fossils member: জানা গিয়েছিল যে, মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি। আর্থিক অনটন থেকে শুরু করে কাজের অভাব, সবই প্রভাব ফেলেছিল তাঁর মানসিক স্বাস্থ্যে। তবে মঙ্গলবার অন্য এক কারণ সামনে আনলেন তাঁর আইনজীবী।
1/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
2/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
photos
TRENDING NOW
3/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
4/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
তিনি লেখেন, "সবার মাঝখানে, যেখানে, মক্কেল রা এসে বসেন, সেখানে তুমিও বসে ছিলে। কথায় কথায় তুমি বলেছিলে, আমাদের এলাকার একজন নামী ডাক্তারের বংশধর তুমি। যে বাড়ির সঙ্গে, আমাদের সম্পর্ক বহুদিনের। তুমি কোনোদিনই তোমার পরিচয় জাহির করতে চাও নি। একদিন তোমাকে আমার চেম্বারে দেখে, আমার জুনিয়র লইয়াররা বললেন ..."স্যার, উনি খুব গুনী মানুষ। খুব বড় মিউজিশিয়ান।"
5/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
6/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
তিনি লেখেন, "আমাকে দুঃখের কথা বলতে বলতে তোমার নিজের বুকের উপর ঝুঁকে পড়তো মাথা..... থর থর করে কাঁপতে থাকত, মুখের মাংস পেশী। চোখ থেকে টপ টপ করে ঝরে পড়ত জল। আমি তোমাকে ভোকাল টনিক দেবার চেষ্টা করতাম। তোমার মধ্যের ভেঙে পড়া মানুষটাকে জাগিয়ে তোলার চেষ্টা করতাম। বলতাম, 'আরে ....কষ্ট পাচ্ছো কেন? জেগে ওঠো'। তারপর হাসতে হাসতে বলতাম, 'ভ্যান গখ থেকে রবীন্দ্রনাথ, যখনই কষ্ট পেয়েছেন, তখনই হাত দিয়ে সেরা সৃষ্টি বেরিয়েছে, তোমার হাত দিয়েও সেরা সৃষ্টি বেরবে...' ।"
7/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আরও লেখেন, "এই তো সেদিন, দুহাজার চব্বিশের শেষ দিকে, তুমি আমার চেম্বারে এলে। থমথম করছিল মুখটা, আমি বলেছিলাম, " তুমি এবার ফ্রি। আর কোর্টে আসতে হবে না"। তুমি উত্তর দাওনি। মুখে হাসিও ছিল না। মাথা নিচু করে, বেরিয়ে গেছিলে। আজ লোকে বলছে, আর্থিক কষ্টে ভুগছিলে। আমি জানি, তুমি মনের কষ্টে ভুগছিলে, অসহায়তা, নিঃসঙ্গতা, দীর্ঘদিনের চলা মামলা, অবশেষে মুক্তি তোমাকে খুশি করেনি। তোমার হাসি হারিয়ে গিয়েছিল। তুমি দুঃখী হয়ে পড়েছিলে। তুমি ছিলে, আসল শিল্পী, যার মনটাই সব, মন ভেঙে গেলে, যার সব চলে যায়, বাঁচার আগ্রহই চলে যায়"।
8/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
9/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
10/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
11/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
12/12
চন্দ্রমৌলির মৃত্যুর কারণ...
photos