Baghajatin Building Collapse: গার্ডেনরিচের পর এবার বাঘাযতীন! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আহত একাধিক...

Baghajatin: গার্ডেনরিচের পুনরাবৃত্তি এবার বাঘাযতীনে। হঠাৎ হেলে পড়ল বহুতল। লোহার জ্যাক দিয়ে বহুতল সোজা করতে যাওয়ার সময় বিপত্তি হয়।

Jan 14, 2025, 17:13 PM IST
1/6

বিক্রম দাস: গার্ডেনরিচের ঘটনা এখনও দগদগে। সেই ঘটনার স্মৃতি উস্কে ফের খাস কলকাতায় ভেঙে পড়ল আবাসন।

2/6

এবার বাঘাযতীনে। আবাসন ভেঙে আহত কয়েকজন বাসিন্দা। বিপজ্জনকভাবে হেলে আবাসনের আরও ২টি বহুতল।

3/6

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, আবাসনে মেরামতির কাজ চলছিল। সেই সময় এই ভয়ংকর বিপত্তি। ঘটনার পর সেখানে পৌঁছায়  নেতাজিনগর থানার পুলিস, পুরসভা।

4/6

আরও জানা গিয়েছে, ২০১০ সালে এই চারতলা বহুতলটি তৈরি। গত বছরই আবাসনের এক দিক হেলে যায়। গত ১৭ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে প্রোমোটার। সারানোর জন্য কোনও লোক সেখানে থাকছিলেন না। ফ্ল্যাটবাড়িটি কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত।   

5/6

কীভাবে আবাসনটি হেলে পড়ল, তা নিয়ে এলাকায় উত্তেজনা। অন্যদিকে ঘটনার পর প্রোমোটার ফোন বন্ধ বলে জানা গিয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে আবাসনটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।   

6/6

ইতোমধ্যেই পুরসভা আবাসনটিকে সম্পূর্ণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, 'এই ধরণের কাজ পুরসভার অনুমতি না নিয়েই হয়েছে। এগ্রিমেন্টের কাগজ আনানোর ব্যবস্থা করা হয়েছে। তারপরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'