Uttarpara: লড়াইয়ে নেমেছেন দেশের হয়ে, এবার উত্তরপাড়ায় লক্ষ্যভেদে প্রাক্তন জাতীয় তিরন্দাজ

Feb 22, 2022, 14:56 PM IST
1/6

ভোটের ময়দানে তির ধনুক হাতে প্রাক্তন জাতীয় তিরন্দাজ। পুরভোটে এবার নির্দল হিসেবে লড়াইয়ে নেমেছেন রাজকুমার বন্দ্যোপাধ্যায়।

2/6

১৯৮৫ সালে দেশ ও পরের বছর রাজ্যের হয়ে সাব জুনিয়র স্তরে তিরন্দাজিতে প্রতিনিধিত্ব করেছেন রাজু। এবার লড়াইয়ের ময়দান উত্তরপাড়ার পুরভোট।

3/6

উত্তরপাড়ায় এবার নির্দল প্রার্থী রাজকুমার বন্দ্যোপাধ্য়ায়। তবে তাঁর পেছনে বাম ও কংগ্রেসের সমর্থন রয়েছে। 

4/6

শহরের ৮ নম্বর ওয়ার্ডে তাঁর প্রতিদ্বন্দ্বি তৃণমূল প্রার্থী তাপস মুখোপাধ্যায়। 

5/6

কেন ভোটের ময়দানে? রাজকুমার বলেন, উত্তরপাড়ায় কসমেটিক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট হয়েছে অপরিকল্পিতভাবে। সেই রাস্তায় জল জমে থাকে। পুরসভার হাসপাতালে পরিষেবা পেতে গেল টাকা খরচ করতে হয়। উন্নয়ন হয়েছে তৃণমূল কাউন্সিলরদের। সাধারণ মানুষের কোনও উন্নয়ন হয়নি।

6/6

রাজকুমারের বক্তব্য খন্ডন করে উত্তরপাড়ার বিদায়ী পুর প্রশাসক দিলীপ যাদব বলেন, পানীয় জল, রাস্তা, আলো, গণভবন, হাসপাতালের উন্নয়ন যদি অপরাধ হয় তাহলে বলার কিছু নেই। পাঁচ বছরে উত্তরপাড়ায় যে কাজ হয়েছে তা বাংলার অন্য কোনও পুরসভায় হয়েছে কিনা সন্দেহ।