Tapsia Fire: কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই সংসার! হাহাকার তপসিয়ারবাসীর...

Tapsia Fire Incident: অন্তত শতাধিক ঝুপড়িতে আগুন ধরে গিয়েছে। কার্যত পথে বসে পড়েছেন অসংখ্য় ঝুপড়িবাসী। পুড়ে যাওয়া ঝুপড়ি থেকে জিনিসপত্র বাঁচাতে মরিয়া চেষ্টা করেন অনেকেই।

Dec 20, 2024, 16:06 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তপসিয়ায় ভয়াবহ আগুন। বহুতল সংলগ্ন ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। 

2/6

এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকলের হিমশিম অবস্থা হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।

3/6

অন্তত শতাধিক ঝুপড়িতে আগুন ধরে গিয়েছে। কার্যত পথে বসে পড়েছেন অসংখ্য় ঝুপড়িবাসী। সর্বস্ব হারিয়ে ফেলেছেন বহু মানুষ। দাউ দাউ করে জ্বলে যায় একের পর এক ঝুপড়ি।

4/6

ঘটনার কথা জানতে পেরে সেখানে সঙ্গে সঙ্গে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁকে দেখে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে।

5/6

এলাকাবাসীদের দাবি, ঘটনার খবর দেওয়া সত্ত্বেও দমকল আসতে অনেক দেরি করেছে।

6/6

পুড়ে যাওয়া ঝুপড়ি থেকে জিনিসপত্র বাঁচাতে মরিয়া চেষ্টা করেন অনেকেই। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। হাহাকার অবস্থা এলাকায়।