Top Hindi Song Composed By Zakir Hussain: মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, অবিস্মরণীয় সুর দিয়েছেন হিন্দি ছবিতে! এই জাকিরকে চেনেন?

Bollywood Music Composer Zakir Hussain: এক সময়ে বলিউডে কাজ করেছেন জাকির হুসেনও (Zakir Hussain)। শর্ট-স্প্যান একটা কেরিয়ারে অসাধারণ কিছু গানে অবিস্মরণীয় কিছু সুর দিয়ে গিয়েছেন আদতে রিদম আর্টিস্ট জাকিরজি। আসুন, আমরাও ফিরে দেখি সুরকার জাকিরকে।

| Dec 20, 2024, 16:27 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক'দিন আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন উস্তাদ জাকির হুসেন (Zakir Hussain)। কিন্তু শিল্পীর তো মৃত্যু নেই। বিশেষত তাঁর মতো শিল্পীর মৃত্যু হয় না। এখন তাঁকে নানা ভাবে স্মরণ করা হচ্ছে, নানা ভাবে তাঁর কাজকে ফিরে দেখা হচ্ছে। যেমন, উঠে আসছে এক সময়ে বলিউডে কাজ করা জাকিরও। শর্ট-স্প্যান একটা কেরিয়ারে অসাধারণ কিছু গানে অবিস্মরণীয় কিছু সুর দিয়ে গিয়েছেন। আসুন, আমরাও ফিরে দেখি সুরকার জাকিরকে।  

1/6

কেয়া তুমহে ক্যহে দিয়া

১৯৯৭ সালে মুক্তি পাওয়া সাজ (Saaz) ছবির গান এটি। গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। জাভেদ আখতার এর রচয়িতা। 

2/6

রাত ঢলনে লাগি

এটিও সাজের আর একটি অনবদ্য সৃষ্টি। গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তিই (Kavita Krishnamurthy)। 

3/6

রাজ-এ-উলফত

আর একটি সুদিং মেলডির স্ট্রষ্টা জাকিরজি, তাঁর সঙ্গে ছিলেন আর এক কিংবদন্তি-- উস্তাদ সুলতান খান (Sultan Khan)। এই গানটিও গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। 

4/6

আজ ইক হর্ফ হো

আজ ইক হর্ফ হো। 'মুহাজিফ' (Muhafiz) ছবির গান এটি। প্রকরণের দিক থেকে এটি গজল। এর সুর একযোগে তৈরি করেছেন জাকির হুসেন ও সুলতান খাঁ।  

5/6

আজ বাজার মেঁ

আর একটি অবিস্মরণীয় গজল-- 'আজ বাজার মেঁ'। 'মুহাজিফ' ছবিরই গান এটি। এটি গেয়েছেন হরিহরণ (Hariharan)। এটিও তবলা কিংবদন্তির অবিস্মরণীয় সৃষ্টি। 

6/6

নসিব আজমানে কে দিন আ রহে হ্যাঁয়

এটি গেয়েছেন শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan)। সারেঙ্গী-কিংবদন্তি সুলতান খানের সঙ্গেই জুটি বেঁধে নসিব আজমানে কে দিন আ রহে হ্যাঁয়-এর সুর করেছেন তবলা কিংবদন্তি (Zakir Hussain)।