Jalpaiguri: একপাশে ছাল, অন্যদিকে টুকরো-টুকরো দেহাংশ! বাজারে দোকান সাজিয়ে কুকুরের মাংস বিক্রি...
Dog Killed: বাজারে দোকান সাজিয়ে সারমেয় মাংস বিক্রি! আটক এক ব্যক্তি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ঘটনায় চাঞ্চল্য।
1/6
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
এই ঘটনায় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, 'অমানবিক ঘটনা। এরকমভাবে একটি সারমেয়কে কেটে বাজারে বসে মাংস বিক্রি করা এটা মারাত্মক অপরাধ। এবং নিন্দনীয় ঘটনা। এটার আমরা প্রতিবাদ করছি। এবিষয়ে আমরা যা শুনেছি সেই ঘটনার অবাক করার মতন ঘটনা। এ ব্যাপারে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। এই ব্যক্তির উপরে প্রশাসনের রাখা উচিত। আজকের এধরনের ঘটনার পর আবারও অন্য যেকোনও অন্য ধরনের বড়সড় দুর্ঘটনা ঘটাতে পারে।'
6/6
photos