Saif Ali Khan | Daya Nayak: ৮৩ এনকাউন্টার, বিতর্কিত সেই দয়া 'অন ডিউটি! সইফ হামলাকাণ্ডের দায়িত্বে কে তিনি?
Saif Ali Khan | Daya Nayak: ৮৩ এনকাউন্টার করেছেন তিনি। বারবার বিতর্কেও এসেছেন তিনি। এবার সেই দয়া নায়ক 'অন ডিউটি! সইফ হামলাকাণ্ডের দায়িত্বে কে এই পুলিস অফিসার জানেন?
1/6
ছুরিকাহত
নিজের বাড়িতেই ছুরিকাহত বলিউড স্টার সইফ আলি খান। বুধবার রাতে বান্দ্রা ওয়েস্টে সইফের এগারতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতন্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ। তখনই ওই ব্যক্তি সইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। তাতেই আহত হন সইফ। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই তাঁর অস্ত্রোপচার চলছে বলে খবর।
2/6
বচসা
বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এরই মাঝে সইফ আলি খানকে ধারাল অস্ত্র দিয়ে ৬ কোপ মারে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভোর ৩টে নাগাদ। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। প্রায় ২-৩ ইঞ্চি ক্ষত হয়েছে তাঁর। কসমেটিক সার্জারিও করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায় যে বর্তমানে স্থিতিশীল রয়েছেন অভিনেতা।
photos
TRENDING NOW
3/6
৮৩ অপরাধীর এনকাউন্টার
4/6
বিনোদন দুনিয়াতেও
5/6
জুহুতে পোস্টিং
6/6
সিসিটিভি ফুটেজে
photos