Shah Rukh Khan | Besharam Rang | Pathaan:'শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে মারব!' হুঙ্কার অযোধ্যার সাধুর...

Dec 21, 2022, 13:38 PM IST
1/7

'বেশরম' বিতর্কে নয়া মোড়!

Shah Rukh Khan will be burnt alive 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বেশরম রং' বিতর্কে 'পাঠান' ছবিকে বয়কটের ডাকের মধ্যেই এবার নয়া বিতর্ক... নয়া মোড়। 'বেশরম রং' বিতর্কে এবার সরাসরি শাহরুখ খানকে খুনের হুমকি!

2/7

শাহরুখকে খুনের হুমকি!

Shah Rukh Khan will be burnt alive 2

শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি! বাদশাকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন অযোধ্যার এক সাধু। 

3/7

হুমকি অযোধ্যার সাধুর

Shah Rukh Khan will be burnt alive 3

তপস্বী চাভনির মহন্ত পরমহংস আচার্য নামে ওই সাধুর বক্তব্য, বেশরম রং গানটিতে ছবি নির্মাতারা গেরুয়া রংয়ের অবমাননা করেছেন। 

4/7

শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে মারব!

Shah Rukh Khan will be burnt alive 4

তারপরই তাঁর হুমকি, 'শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে মারব! যে যে হলে এই সিনেমা দেখানো হবে, সেই সব হলেও আগুন লাগিয়ে দেব।'

5/7

'পাঠান' বয়কটের ডাক

Shah Rukh Khan will be burnt alive 5

একইসঙ্গে তিনি 'পাঠান' ছবিটি বয়কটেরও ডাক দেন।  ওই সাধু জানিয়েছেন, সনাতন ধর্মের মানুষরা নাগাড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

6/7

হলেও আগুন দেব!

Shah Rukh Khan will be burnt alive 6

বলেন, 'আমরা আজ শাহরুখ খানের পোস্টার পুড়িয়েছি। যদি আমি ফিল্ম জিহাদি শাহরুখ খানের সঙ্গে দেখা করার সুযোগ পাই, তবে আমি তাঁকেও জ্যান্ত পুড়িয়ে মারব।'  

7/7

মামলার কোপেও 'পাঠান'!

Shah Rukh Khan will be burnt alive 7

প্রসঙ্গত, 'বেশরম রং' বিতর্কে দেশজুড়ে 'পাঠান' ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ চলছে। এমনকি মুম্বইতে 'পাঠান' ছবির কলাকুশলীদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।