Menstrual Cycle: অনিয়মিত ঋতুস্রাব ও অতিরিক্ত পেটে ব্যথায় ভোগেন? বিপদ আটকাতে, শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন

Sep 22, 2021, 07:27 AM IST
1/5

ঋতুস্রাবের সময় মহিলাদের নানরকমের সমস্যা মাঝে-মধ্যেই দেখা যায়

During menstruation, various problems are seen in women from time to time

নিজস্ব প্রতিবেদন: ঋতুস্রাবের সময় মহিলাদের নানরকমের সমস্যা মাঝে-মধ্যেই দেখা যায়, বিশেষ করে বয়ঃসন্ধিকালে ঋতুচক্রে ( Menstruation) নানা রকমের সমস্যা বেশি করে দেখা যায়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।       

2/5

ঋতুচক্র মানবদেহে(মহিলাদের) স্বাভাবিক প্রক্রিয়া

The menstrual cycle is a normal process in the human body (women)

ঋতুচক্র মানবদেহে(মহিলাদের) স্বাভাবিক প্রক্রিয়া।  তবে  ঋতুস্রাব যদি অনিয়মিত হয় অথবা হেভি ব্লিডিং শুরু করেন তবে অবশ্যই অবহেলা না করে, চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন। 

3/5

যদি গাড় বা খয়েরি কিংবা কালো রঙের ব্লিডিং হয় তাহলে সাবধান হন

Be careful if there is dark or brown or black bleeding

খেয়াল রাখতে হবে, যদি গাড় বা খয়েরি কিংবা কালো রঙের ব্লিডিং হয় তাহলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

4/5

রক্ত তরল না বেড়িয়ে জমাট বেঁধে বেড়়নোর সম্ভাবনা থাকে

There is a possibility that the blood will clot without leaving the fluid

বেশি রক্তপাত হলে (Heavy Menstrual Bleeding) হলে, রক্ত তরল না বেড়িয়ে জমাট বেঁধে বেড়়নোর সম্ভাবনা থাকে।   

5/5

অতিরিক্ত ঋতুস্রাবের সঙ্গে তলপেটে ব্যথা হওয়ার প্রবণতাও থাকে

There is also a tendency to have lower abdominal pain with excessive menstruation

অতিরিক্ত ঋতুস্রাবের সঙ্গে তলপেটে ব্যথা হওয়ার প্রবণতাও থাকে।  তবে খুব বেশি ক্রমাগত ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।