RG Kar: সন্দীপ ঘোষ সাহায্য করেছিলেন, তবে নিয়ম মেনেই আরজি করে ক্যাফে খুলেছিলেন নিরাপত্তা অফিসারের স্ত্রী!
Jan 14, 2025, 20:54 PM IST
1/5
আরজি কর হাসপাতালে দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল হাসপাতালের অ্যাসিসট্যান্ট সিকিউরিটি অফিসার আফসার আলি খানকে। অভিযোগ ছিল, দুর্নীতি করে তিনি হাসপাতালে স্ত্রীর নামে একটি ক্যাফে খুলেছিলেন। সেই মামলার শুনানিতে আজ কলকাতা হাইকোর্টে নিজের অবস্থান স্পষ্ট করলেন আফসার।
তথ্য-অর্নবাংশু নিয়োগী
2/5
আদালতে আজ আফসারের আইনজীবী বলেন, ক্যাফে চালানোর দায়িত্ব পেতে টেন্ডার মারফত এপ্লাই করেছিলেন আফসার আলী খানের স্ত্রী। ক্যাফের জন্যে প্রতি মাসে ৯০০০ টাকা ভাড়া দিতে হত।
তথ্য-অর্নবাংশু নিয়োগী
photos
TRENDING NOW
3/5
আফসারের স্ত্রীর সংস্থা এম এস এশান ক্যাফে কোনও ভুয়ো নথি বানিয়ে অন্য টেন্ডারে প্রক্সি বিড দেয়নি।
তথ্য-অর্নবাংশু নিয়োগী
4/5
প্রক্সি বিডে যাদের স্বাক্ষর রয়েছে সেটাও তদন্তে খতিয়ে দেখা হয়নি বলে মামলায় দাবি আফসার আলীর আইনজীবীর।
তথ্য-অর্নবাংশু নিয়োগী
5/5
প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ এম এস এশান ক্যাফেকে যে এক লক্ষ টাকা ছাড় দিয়েছিলেন সেই টাকা ফেরাতে প্রস্তুত আসফার আলীর স্ত্রী।
তথ্য-অর্নবাংশু নিয়োগী