Mecca and Madina Flooded: মরুদেশে ভয়াবহ বৃষ্টিবন্যা! জলের তলায় শহর, জনজীবন সম্পূর্ণ স্তব্ধ...

Mecca and Madina Flooded: মক্কা-মদিনা তীর্থ। সারা বিশ্বের মুসলিম হজ ও উমরাহ করতে এই দুই পুণ্যস্থানে যান, যেতে চান, যাওয়ার স্বপ্ন দেখেন।

| Jan 07, 2025, 18:00 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরবকে কি আর মরুশহর বলা যায়? এই প্রশ্ন উঠছে, কারণ, ইদানীংকালে বেশ কয়েকবার সেখানে ভয়ংকর ধরনের বৃষ্টি দেখা গিয়েছে। আবার একই কাণ্ড নতুন বছরে। 

 

1/6

মক্কা ও মদিনা

মক্কা ও মদিনা হল মহা তীর্থক্ষেত্র। ইসলামে এই দুটি মহা স্থান বলে বিবেচিত। সারা বিশ্বের মুসলিমেরা এই দুটি পুণ্যস্থানে যেতে চান। হজ ও উমরাহ করতে বহু মুসলিম এখানে আসেন। 

2/6

পুণ্যক্ষেত্রে দুর্যোগ

এহেন পুণ্যক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ চরমে উঠেছে। ভয়ংকর বৃষ্টি চলছে সেখানে। আগামীকাল বুধবার পর্যন্ত সেখানে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। 

3/6

জলের তলায় সৌদি

সৌদি আরবে এত বৃষ্টি যেন ভাবাই যায় না! সৌদির বহু শহর ইতিমধ্যেই জলের তলায়। অতি বৃষ্টিতে সৌদিকে যেন চেনাই যায় না!

4/6

জারি সতর্কতা

শিলাবৃষ্টি, বজ্রপাত, ধুলোঝড়-- সঙ্গে ভয়াবহ বৃষ্টি গোটা সপ্তাহ জুড়ে। সতর্কতাও জারি হয়েছে। 

5/6

প্লাবিত 'মসজিদ-ই-নববি'

আল-মদিনার 'মসজিদ-ই-নববি'-ই হল এর অন্যতম পবিত্র স্থান। এটিও জলে প্লাবিত হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি মসজিদের ভিতরেও জল!

6/6

জনজীবন স্তব্ধ

জনজীবন সম্পূর্ণ স্তব্ধ। স্কুল বন্ধ। মানুষজনকে যথাসম্ভব বাড়িতেই থাকতে বলা হয়েছে। প্রশাসন যথাসম্ভব চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করার।