US Snow Storm: আমেরিকায় আছড়ে পড়ল ভয়ংকর তুষার ঝড়, তাপমাত্রা মাইনাস ১৮, আরও খারাপ খবর দিল আবহাওয়া দফতর

Jan 07, 2025, 17:30 PM IST
1/5

স্টর্ম ব্লেজার

স্টর্ম ব্লেজার

ভয়ংকর তুষার ঝড়ের কবলে আমেরিকার ৭ প্রদেশ। তাপমাত্রা পৌঁছছে হিমাঙ্কের ১৮ ডিগ্রি নীচে। ঘর থেকে বের হতে পারছেন না কমপক্ষে ৬ কোটি মানুষ। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে স্টর্ম ব্লেজার।  

2/5

ফ্লাইট বাতিল

ফ্লাইট বাতিল

তুষার ঝড়ের দাপটে বাতিল হয়েছে ২ হাজারেরও বেশি ফ্লাইট। ৬ হাজার ফ্লাইট দেরিতে চলছে। সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এগুলি হল মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মিসৌরি, কেনটাকি ও আরকানসাস।

3/5

আরও বরফ

আরও বরফ

আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আরও তুষারপাত হবে। এর ফলে আমেরিকার একাংশ অন্তত এক সপ্তাহ বরফে মুড়ে থাকতে পারে।

4/5

বিদ্যুত্‍ নেই

বিদ্যুত্‍ নেই

তুষার ঝড়ের দাপটে ইতিমধ্যে বিদ্য়ুত্হীন বহু এলাকা। মৃত্যু হয়েছে ৫ জনের।

5/5

প্রচুর দুর্ঘটনা

প্রচুর দুর্ঘটনা

ওয়াশিংটন ডিসিতে ৫-৯ ইঞ্চি পর্যন্ত তুষার জমেছে। মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার কিছু অংশ ১ ফুট পর্যন্ত তুষার জমার খবর পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত ৩০০ দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে।